শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’

কিশোরগঞ্জে মাদরাসা ছাত্রদের ‘প্রতিরোধ দিবস’ পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জে কওমি মাদরাসাগুলোর আয়োজনে পালিত হয়েছে 'মাদরাসা রেজিস্ট্যান্স ডে'। 

সোমবার (২১ জুলাই) আছরের নামাজের পর কিশোরগঞ্জের স্বাধীনতা চত্বরে পুরাতন থানায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে বক্তৃতা করেন বিভিন্ন ইসলামি সংগঠনের নেতারা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ-১ আসনের প্রার্থী প্রফেসর হাফেজ মাওলানা আজিজুর রহমান জার্মানি বলেন, "২১ জুলাই শুধু একটি তারিখ নয়, এটি সাহস, আত্মত্যাগ ও সত্যের প্রতীক। মাদরাসা ছাত্ররা ইসলামী চেতনায় উদ্বুদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং তাদের রক্তে যাত্রাবাড়ীর পথ রঞ্জিত হয়েছিল।"

আল জামিয়াতুল ইমদাদিয়ার শিক্ষক মুফতি আব্দুর রহিম বলেন, "ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে জুলাই বিপ্লব পর্যন্ত সব সময় আলেম-ওলামারা দেশের জন্য জীবন দিয়েছেন। আমাদের ইতিহাসে তাদের অবদান অম্লান। আগামীতেও যদি কোন স্বৈরাচার মাথাচাড়া দেয়, তবে আমরা তাদের প্রতিহত করব।"

ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলার সভাপতি প্রভাষক আলমগীর হোসেন তালুকদার বলেন, "বর্তমান সরকারের প্রধান কাজ হলো জুলাই ঘোষণাপত্র এবং ২৪ গণহত্যার বিচার বাস্তবায়ন করা। এবং মাদরাসা ছাত্রদের অবদান যথাযথভাবে স্বীকৃতি দেয়া উচিত।"

আল জামিয়াতুল ইমদাদিয়ার ছাত্র প্রতিনিধি আশরাফুল ইসলাম নাদিম জানান, "মাদরাসা শিক্ষার্থীদের অবদান স্মরণে দিবস ঘোষণা হলেও স্থানীয় প্রশাসন কোনো সহায়তা করেনি। আমরা তাদের কাছে গিয়েও কোনো প্রতিক্রিয়া পাইনি, যা আমাদের জন্য এক চরম অবমূল্যায়ন।"

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মাদরাসা ছাত্রদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদানের দাবি তোলেন।

জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এবং মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ