শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা: কিশোরগঞ্জ তরুণ আলেম প্রজন্মের দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানী ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এ মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া মাহফিল ও খতমুল কুরআন।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ আসর, কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণে তরুণ আলেম প্রজন্ম কিশোরগঞ্জ এর আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একইসাথে জেলার অর্ধশতাধিক মাদরাসায় কুরআন খতম করে শহীদদের নামে ইসালে সওয়াব করার ব্যবস্থা করা হয়।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশের সর্বস্তরে দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা গঠন করতে হবে। তারা সরকারের প্রতি আহ্বান জানান, যেন আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হয় এবং দেশের ইসলামবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন জামিয়াতুর রসুল গাইটাল মাদরাসার মুহতামিম মাওলানা মাওদুদ হাসান শাম্মি, বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস ক্বাসেমী, লেখক ও সাহিত্যিক মাওলানা সাইফ সিরাজ, জামিয়া আবু বকর সিদ্দিক রা. মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল্লাহ সাদেক, জামিয়া কাদেরিয়া শাহেদল মাদরাসার মুহতামিম মাওলানা আবুল ক্বাসে, আল জামিয়াতুল ইমদাদিয়ার মুদাররিস মাওলানা আব্দুর রহিম, দারুল আরকাম ইন্সটিটিউট এর সহকারী পরিচালক মাওলানা আকরাম খন্দকার, হেফাজতে ইসলাম বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সহপ্রচার সম্পাদক মাওলানা হুমায়ুন কবির, এবং মাদরাসা বাইতুল হিকমাহ কিশোরগঞ্জ এর মুহতামিম মাওলানা নাজিম উদ্দিন প্রমুখ।

এছাড়া, কিশোরগঞ্জ জেলার উলামায়ে কেরাম এবং সর্বস্তরের তাওহিদী জনতা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা শহীদদের জন্য দোয়া ও প্রার্থনা করেন এবং দেশের শান্তি, নিরাপত্তা ও ধর্মীয় মূল্যবোধের সুরক্ষা কামনা করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ