শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬, একই পরিবারের ৫ জন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ মোট ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার আইড়মারী এলাকার তরমুজ পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পাঁচজনের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে। তারা সবাই একই পরিবারের সদস্য বলে নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ এবং বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন।

বনপাড়া হাইওয়ে পুলিশের বরাত দিয়ে জানা গেছে, মেহেরপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক রুবেল হোসেনসহ পাঁচজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেও একজনের মৃত্যু হয়। অপর আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ওসি ইসমাইল হোসেন জানান, নিহতদের মধ্যে একজন পুরুষ ও পাঁচজন নারী। তারা কুষ্টিয়ার দৌলতপুর থেকে সিরাজগঞ্জে একজন রোগী দেখতে যাচ্ছিলেন। পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ঠিক তখনই ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়।
এ ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ