শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন 

ইনসাফ শপের ‘হানিপ্যাক’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসচেতন পণ্যের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে প্রতিনিয়ত। এ প্রেক্ষাপটে বিশুদ্ধ ও প্রাকৃতিক মধু সহজে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছে ইনসাফ শপ। ছোট্ট মিনিপ্যাকে মধু বিক্রির এই অভিনব উদ্যোগের নাম দেওয়া হয়েছে—‘হানিপ্যাক’।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে রাঁধুনী রেস্টুরেন্টে এক প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে ‘হানিপ্যাক’-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্বাস্থ্য সচেতন উদ্যোক্তা, প্রাকৃতিক খাদ্যপণ্যের ব্যবসায়ী এবং গণমাধ্যমকর্মী।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ইনসাফ শপের প্রতিষ্ঠাতা ও সিইও ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান বলেন, ‘বিশুদ্ধতায় আপসহীন শ্লোগান নিয়ে আমরা যাত্রা শুরু করছিলাম। ‘হানিপ্যাক’ হলো সেই বিশ্বাসেরই একটি নতুন বহিঃপ্রকাশ। এই ক্ষুদ্র প্যাক সহজে বহনযোগ্য, উপহার উপযোগী ও সচেতন সমাজের জন্য একটি দরকারি সংযোজন।’

অনুষ্ঠানে বক্তব্য দেন লেখক-উদ্যোক্তা রোকন রাইয়ান, লেখক প্রলয় হাসান, মিরাজ রহমান, উদ্যোক্তা সাগর হাসনাত ও আকমল মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট মধু গবেষক সৈয়দ মঈনুল আনোয়ার বলেন, বিশুদ্ধ মধু স্বাস্থ্যের জন্য উপকারী হলেও বাজারে ভেজালের প্রভাব অত্যন্ত উদ্বেগজনক। ইনসাফ শপের এই উদ্যোগ সমাজে সচেতনতা তৈরি করবে এবং মৌচাষিদের জন্যও সৃষ্টি করবে ন্যায্য বাজার।

অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে ‘হানিপ্যাক’ উপহারস্বরূপ বিতরণ করা হয় এবং একটি ক্ষুদ্র প্রদর্শনীতে বিভিন্ন ধরনের মধু প্রদর্শিত হয়। ইনসাফ শপ আশাবাদী, ‘হানিপ্যাক’ এর মাধ্যমে শহর ও গ্রামের সব শ্রেণির মানুষ সহজেই বিশুদ্ধ মধু পাবে এবং একটি ইনসাফভিত্তিক খাদ্যচর্চার সূচনা ঘটবে।

ইনসাফের অন্যতম উদ্যোক্তা ইয়াসিন আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-প্রতিষ্ঠাতা মো. সাইদুল ইসলাম। এছাড়াও বিশিষ্ট গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং উদ্যোক্তাদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও সার্থক করেছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ