শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’

কচুয়ায় ইবনে শাইখুল হাদিসের আগমন উপলক্ষে মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাঁদপুরের কচুয়ায় আগামী ২ আগস্ট বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজনে অনুষ্ঠিতব্য জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন দলের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক (ইবনে শাইখুল হাদিস)। এই জনসভাকে সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে শনিবার (২৬ জুলাই) কচুয়ায় স্থানীয় ওলামায়ে কেরামের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর-১ (কচুয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আনিছুর রহমান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া জামিয়া ইসলামিয়া আহমদিয়া মাদরাসার প্রিন্সিপাল মুফতি আবু হানিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ আমিন, নিচিন্তপুর কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা নুরুজ্জামান, পৌর সভাপতি মাওলানা রিয়াসুল হক মজুমদার, মাওলানা জয়নাল আবেদীন প্রমুখ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের ওলামায়ে কেরাম, জেলা পর্যায়ের দায়িত্বশীলগণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাওলানা মামুনুল হকের আগমনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বক্তারা বলেন, জনসভা সফল করতে প্রতিটি মসজিদের খতিবদের মাধ্যমে প্রচারণা চালানো হবে, এলাকাভিত্তিক টিম গঠন করে দাওয়াতি কাজ চালানো হবে এবং ছাত্র-তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

প্রসঙ্গত, কচুয়া ডিগ্রি কলেজ মাঠে ২ আগস্ট বিকেল ৩টায় এই জনসভা অনুষ্ঠিত হবে। স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় মহলে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ ও আলোড়ন সৃষ্টি হয়েছে। জনসভায় কচুয়া ও আশপাশের এলাকা থেকে লাখো মানুষের সমাগম প্রত্যাশা করছেন আয়োজকরা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ