রবিবার, ২৭ জুলাই ২০২৫ ।। ১২ শ্রাবণ ১৪৩২ ।। ২ সফর ১৪৪৭


 তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কুরআন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুরের কালকিনিতে হয়ে গেল বিভিন্ন জেলার তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কুরআন প্রতিযোগিতা।

শনিবার (২৬ জুলাই) দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে পূর্ব আলীপুর মোল্লারহাট নুরানী হাফেজিয়া মাদরাসা। অনুষ্ঠানকে ঘিরে মাদরাসা মাঠ পরিণত হয় এক মিলন মেলায়। উৎসবমুখর পরিবেশে এতে অংশ নেন শিক্ষার্থীরা।

জানা যায়, কুরআন প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য মাদরাসার পক্ষ থেকে বিভিন্ন জেলায় দাওয়াত দেওয়া হয়। পরে এতে শরিয়তপুর, বরিশাল, ফরিদপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার তিন শতাধিক মাদরাসার শিক্ষার্থী এতে অংশ নেন। পরে তাদের পক্ষ থেকে অংশ নেওয়াদের মধ্যে সেরা দুজনকে স্বর্ণপদক, ৪ জনকে রৌপ্যপদক ও ২০ জনকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী সবাইকে সান্ত্বনা পুরস্কারও দেওয়া হয় আয়োজনদের পক্ষ থেকে। অনুষ্ঠানে ঢাকা থেকে আগত চারজন বিচারক প্রতিযোগিতার ফলাফল মূল্যায়ন ও ঘোষণা করেন।

কালকিনির বড় কালিনগর হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী মোহাম্মদ মেহেদি খান বলেন, কুরআন প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিয়েছি। বিষয়টি খুবই ভাগ্যের ব্যাপার। অনেক শিক্ষার্থী চাইলেও এখানে আসতে পারেনি। আমাদের মাদরাসা থেকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আমাকে পছন্দ করেছে। তাই এসেছি।

আরেক প্রতিযোগী মাহাবুব ইসলাম বলেন, এখানে আসছি প্রতিযোগিতায় অংশ নিতে। প্রথম হওয়া বড় বিষয় নয়, এখানে অংশ নিতে পেরে অনেক মাদরাসার শিক্ষার্থীর সাথে দেখা হয়েছে, পরিচয় হয়েছে। এ যেন এক মিলন মেলা।

কুরআন প্রতিযোগিতার আয়োজক ও মাদরাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সিরাজ সরদার বলেন, সবার মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এই আয়োজন করা হয়েছে। আগামীতে আরও বৃহৎ আকারে এমন অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে সহযোগিতা করেন আমেরিকান প্রবাসী বিএম আলমগীর হোসেন। এছাড়া এলাকার মানুষের ব্যাপক সহযোগিতাই অনুষ্ঠান সুন্দরভাবে শেষ হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ