সোমবার, ২৮ জুলাই ২০২৫ ।। ১৩ শ্রাবণ ১৪৩২ ।। ৩ সফর ১৪৪৭

শিরোনাম :

 ব্রাহ্মণবাড়িয়ার সেই ইমাম-মুয়াজ্জিনের মুক্তি দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে আলোচিত শিশু ময়না হত্যাকাণ্ডে গ্রেফতার হওয়া স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের নিঃশর্ত মুক্তির দাবিতে স্মারকলিপি দিয়েছে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন।

রোববার (২৭ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি হস্তান্তর করে সংগঠনটির জেলা শাখার প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে নেতৃত্ব দেন জেলা সভাপতি মাওলানা আতিকুল্লাহ বিন রফিক। এছাড়াও উপস্থিত ছিলেন সেক্রেটারি মাওলানা সৈয়দ আসাদুল করীম, সহ-সভাপতি মাওলানা আব্দুর রউফ ও মাওলানা আমানুল্লাহ আমানী, সাংগঠনিক সম্পাদক মুফতি কামাল হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মুফতি সালাহ উদ্দিন ইয়াকুবী, সহ-সেক্রেটারি মাওলানা শামসুজ্জামান সোহাগসহ আরো অনেকে।

স্মারকলিপিতে বলা হয়, সরাইল উপজেলার শাহবাজপুরের হাবলী পাড়া জামে মসজিদের ইমাম হামিদুর রহমান ও মুয়াজ্জিন সাইদুল ইসলামকে যথাযথ প্রমাণ ছাড়া গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত, প্রমাণ না থাকলে নিঃশর্ত মুক্তি এবং আটকের সময় মানবিক ও আইনগত সহায়তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ বলেন, ‘বিচার প্রক্রিয়াধীন রয়েছে। ন্যায়বিচারের নিশ্চয়তা দেয়া হবে।’

পুলিশ সুপার এহতেশামুল হক জানান, ‘এ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। বিষয়টি আদালতের আওতায় রয়েছে।’

সংগঠনের জেলা সভাপতি মাওলানা আতিকুল্লাহ বলেন, ‘ঘটনার শুরু থেকেই আমরা সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়ে আসছি। যদি ইমাম ও মুয়াজ্জিন দোষী হন, বিচার হোক। তবে যদি তারা নির্দোষ হন, তাহলে এতদিন তাদের আটক রাখা ন্যায়সঙ্গত নয়। প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

গত ৫ জুলাই দুপুরে শাহবাজপুর গ্রামের শিশু মায়মুনা ময়না নিখোঁজ হয়। পরদিন সকালে স্থানীয় হাবলী পাড়া জামে মসজিদের দ্বিতীয় তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ