অন্তর্বর্তী সরকার ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশনের অফিস স্থাপন চুক্তিতে সই করায় করণীয় নির্ধারণের লক্ষে গোলটেবিল আলোচনার আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবে এই গোলটেবিল আলোচনা শুরু হয়েছে।
এতে হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশের শীর্ষ আলেম, রাজনৈতিক নেতৃবৃন্দ, নিরাপত্তা বিশ্লেষক, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক, বুদ্ধিজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত রয়েছেন।
গত ২০ জুলাই জামিয়া মাদানিয়া বারিধারায় অনুষ্ঠিত বৈঠকে এই গোলটেবিল আলোচনার সিদ্ধান্ত নেয় হেফাজতে ইসলাম।
এনএইচ/