শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’

লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

লালমনিরহাটে সিগন্যাল বিভ্রাটের জেরে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ‘লালমনি এক্সপ্রেস’-এর দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। এতে ইঞ্জিন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে লালমনিরহাট বিভাগীয় রেলস্টেশনের উত্তরে বিডিআর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ায় বুড়িমারী থেকে আসা একটি লোকাল ট্রেন এবং ঢাকাগামী লালমনি এক্সপ্রেস।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বুড়িমারী থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনটি স্টেশনে প্রবেশ করছিল, এ সময় বিপরীত দিক থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল লালমনি এক্সপ্রেস। হঠাৎ সিগন্যাল ত্রুটির কারণে দু’টি ট্রেন একই লাইনে চলে আসায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন দুমড়ে-মুচড়ে যায় এবং দুটি বগি লাইনচ্যুত হয়ে পাশেই উল্টে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।

লালমনিরহাট রেলওয়ে স্টেশন মাস্টার নুরনবী জানান, উদ্ধার কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে ঘটনার বিস্তারিত জানানো হবে।

এদিকে, দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে রেলওয়ের সিগন্যাল ব্যবস্থা ও নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠেছে। তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ নির্ধারণ ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা।

লালমনিরহাট রেলওয়ে থানার ওসি মামুন হাসান বলেন, "তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সুনির্দিষ্টভাবে কিছু বলা সম্ভব নয়। আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।"

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ