পড়াশোনায় খারাপ করার জেরে তিরস্কার করায় মাদরাসা ছাত্র আবদুল্লাহ তালুকদারকে (১২) তিন দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না।
গত শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় সে বরিশাল নগরীর সাগরদী কারিকর বিড়ি ব্রাঞ্চ রোডের বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেনি।
মাদরাসা ছাত্রের বাবা রিয়াজ তালুকদার সোমবার (২৮ জুলাই) বলেন, কয়েক মাস আগে আবদুল্লাহ সাগরদী এলাকার একটি মাদরাসা থেকে হেফজ পাস করে। এরপর গত শুক্রবার অন্য একটি মাদরাসায় কোরআন শুনানি দিতে যায় আবদুল্লাহ। শুনানি চলাকালে সঠিকভাবে কোরআন বলতে না পারায় শিক্ষকরা তাকে কোরআনের তৃতীয় পারা থেকে ফের মুখস্থ করতে বলে। এই বিষয়টি বাসায় বললে শুক্রবার সন্ধ্যায় আবদুল্লাহর মা তাকে তিরস্কার করেন।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এই ঘটনায় কেউ অভিযোগ করেনি। বিষয়টি খোঁজখবর নিয়ে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এমএইচ/