রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ ।। ২৭ পৌষ ১৪৩২ ।। ২২ রজব ১৪৪৭


লক্ষ্মীপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ মজলিস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিস লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে নির্বাচিত সদস্যদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) জেলা সভাপতি মাওলানা লোকমান হোসাইনের সভাপতিত্বে ও জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোশাররফ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সাল আহমদ। বিশেষ প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম এবং কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

অনুষ্ঠানে জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা বেলায়েত হোসাইন, সিনিয়র সহ-সভাপতি মুফতি আহমদ হোসাইন, সহ-সভাপতি মাওলানা লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ইউসুফ আল হাবীব, মাওলানা ওয়ালি উল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মাওলানা জাকির হোসাইন, হাফেজ মাওলানা মিজানুর রহমান, অফিস সম্পাদক মাওলানা আবুল ফারাহ, সহকারী বায়তুল মাল সম্পাদক মাওলানা আবু সাঈদ, প্রচার সম্পাদক মাওলানা ওমর ফারুক এবং হাফেজ বেলাল হোসাইনসহ জেলার গুরুত্বপূর্ণ দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ প্রশিক্ষণ মজলিসে দাওয়াতি কার্যক্রম, সাংগঠনিক নীতি ও দলীয় শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ