শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

রাজশাহীতে বরাদ্দ ট্রেন পছন্দ না হওয়ায় রেললাইন আটকে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বরাদ্দকৃত ঢাকাগামী ট্রেন পছন্দ না হওয়ায় রাজশাহীতে রেললাইন আটকে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এতে সারাদেশের সঙ্গে প্রায় এক ঘণ্টা রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে তারা রেললাইন থেকে সরে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে রেল বিভাগের বরাদ্দ দেওয়া বিশেষ ট্রেনটি যাত্রা উপযোগী নয় বলে দাবি করে রাজশাহী রেল স্টেশনে ট্রেন আটকে বিক্ষোভ শুরু করে ঢাকায় অনুষ্ঠানে যোগ দিতে আসা যাত্রীরা। বিশেষ ট্রেন পছন্দ না হওয়ায় রাজশাহী থেকে ঢাকাগামী সকাল ৭টা ২০ মিনিটের সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনও আটকে দেন তারা।

মঙ্গলবার (৫ আগস্ট ) সকাল সোয়া ৭টার দিকে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। পরে সাড়ে ৭টার দিকে সিল্কসিটি ট্রেন আটকে দেয়।

আন্দোলনকারীদের ভাষ্য, সকাল ৭টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে বিশেষ ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা। সে মোতাবেক সকালে তারা স্টেশনে এসে দেখতে পান যে ট্রেনটি তাদের জন্য বরাদ্দ করা হয়েছে সেটি যাত্রা উপযোগী নয় এবং দ্রুততম সময়ে পৌঁছানো যাবে না। এ কারণে ভালো ট্রেন ও বগির দেওয়ার জন্য তারা রেলপথে অবস্থান নিয়ে আটকে দেন রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন।

কিছুক্ষণ পরে আন্দোলনকারীরা দু’ভাগে বিভক্ত হয়ে পড়েন। উত্তেজনা তৈরি হয়। একপক্ষ রেল বিভাগের বরাদ্দ দেওয়া বিশেষ ট্রেনে চড়ে ঢাকা রওনা দেন। অন্যপক্ষের ৩৫ জন সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে ঢাকা রওনা হন।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহিদুল আলম জানান, জুলাই ঘোষণাপত্র পাঠ উপলক্ষে একটি বিশেষ ট্রেন বরাদ্দ করেছিল মন্ত্রণালয়। ৫৪৮ আসনের বিশেষ ট্রেনটি ৪ লাখ ৮৫ টাকায় ভাড়া করা হয়। ট্রেনটি তাদের পছন্দ না হলে বিক্ষোভ করে। পরে কিছু যাত্রী চিঠি দেখে অবরোধ তুলে নেয়। তখন ৮টা ৫ মিনিটে বিশেষ ট্রেন তাদের নিয়ে ছেড়ে যায়। পরে সিল্কসিটি ট্রেনে অবশিষ্ট ৩৫ জনকে পাঠানো হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ