রবিবার, ১০ আগস্ট ২০২৫ ।। ২৬ শ্রাবণ ১৪৩২ ।। ১৬ সফর ১৪৪৭

শিরোনাম :
প্রধান উপদেষ্টার নির্দেশনায় দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ উদ্বোধন রাশিয়া নিন্দা জানালো ইসরায়েলের গাজা দখল পরিকল্পনা সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধে ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ নোয়াখালীতে আগুনে পুড়ল ১১ দোকান ও ১ কারখানা ফেব্রুয়ারির নির্বাচনে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কিনছে সরকার খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আন্তর্জাতিক মহাসমাবেশ ১৫ নভেম্বর নান্দাইলের চন্ডিপাশা ইউনিয়ন ইমাম-উলামা পরিষদের আত্মপ্রকাশ কুমিল্লায় জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও তারুণ্যের ভাবনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পুনঃনিরীক্ষণে দাখিলে আরও ৯৯১ শিক্ষার্থী পাস এক মাসে হারামাইনে আগমন ঘটেছে ৬ কোটির বেশি মুসলিমের

কুমিল্লায় জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও তারুণ্যের ভাবনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

তরুণ ওলামা পরিষদের উদ্যোগে “জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও তারুণ্যের ভাবনা” শীর্ষক সেমিনার কুমিল্লার কবি নজরুল ইসলাম ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে।

৯ আগস্ট , শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই গুরুত্বপূর্ণ সেমিনার। এই সেমিনারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি আকরামুল হকের সঞ্চালনায় এবং সভাপতি মুফতি জিয়াউদ্দীন গালিবের সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন, মানবিক সংগঠন বিবেক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ইউসুফ মোল্লা টিপু। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা মুফতি নাঈমুল ইসলাম।

সেমিনারের সার্বিক তত্ত্বাবধান করেন পরিষদের সেক্রেটারি হাফেজ সাইফুল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ রাশেদুল ইসলাম ও প্রচার সম্পাদক হাফেজ ইসমাইল বিন হুসাইন।

অতিথি বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন নাহিদুজ্জামান রানা (সভাপতি, কুমিল্লা মহানগর ছাত্রদল), আহমেদ ইসহাক (কেন্দ্রীয় সংগঠক, জাতীয় যুবশক্তি), গিয়াস উদ্দিন (সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ, কুমিল্লা জেলা), মুহাম্মদ হাসান আহমেদ (সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, কুমিল্লা মহানগর), মাওলানা মামুন বিন নুরুল ইসলাম (সভাপতি, ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, কুমিল্লা মহানগর) এবং মুহাম্মদ ইকরামুল হক (সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, কুমিল্লা মহানগর)।

এছাড়াও বক্তব্য রাখেন মুফতি সুলতান আহমদ জাফরী, মুফতি আতাউল্লাহ দয়াপুরী, মাওলানা আতিকুর রহমান আশরাফী, মাওলানা হেলাল উদ্দীন, মুফতি আবুল বাশার, মাওলানা আবু জাফর মো. সালেহ, মাওলানা মামুন মোস্তফী, মাওলানা নাজির ফাহিম, মাওলানা নুরুল হক সিরাজী, মাওলানা ইজহারুল হক সিরাজী ও মাওলানা হাসান বিন শফিক প্রমুখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ