শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

মিশিগানে শিশুদের ইসলামি আদর্শে গড়ে তুলতে ব্যতিক্রমী আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অপসংস্কৃতির প্রভাব থেকে প্রবাসী শিশু-কিশোরদের দূরে রেখে ইসলামি আদর্শে বেড়ে তোলার প্রত্যয়ে যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ফজর ক্যাম্পেইন, পুরস্কার বিতরণ ও সমাবেশ।

রোববার (২৪ আগস্ট ২০২৫) ডেট্রয়েট শহরের বায়তুল মোকারম জামে মসজিদ প্রাঙ্গণে ইসলামিক হেল্পিং ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অব নর্থ আমেরিকা (ইহদীনা) এ আয়োজন করে। দিনভর এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি পরিবারগুলোর উপচেপড়া ভিড় দেখা যায়।

অভিভাবকরা সন্তানদের নিয়ে অংশ নেন এ আয়োজনে, যার মূল উদ্দেশ্য ছিল শিশু-কিশোরদের নামাজে উদ্বুদ্ধ করা ও ইসলামের আলোকে সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে তোলা। ফজরের নামাজে শিশু-কিশোরদের সক্রিয় অংশগ্রহণ এবং অভিভাবকদের আন্তরিকতা আয়োজকরা বিশেষভাবে প্রশংসা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন মসজিদের ইমাম আহমদ কাসেম, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও ডিভিশন স্কুলের শিক্ষক ড. মো. সিরাজুল হকসহ অনেকে। বক্তারা বলেন, কোরআন-হাদিসের আলোকে এমন ধর্মীয় পরিবেশ সৃষ্টি তরুণ প্রজন্মকে সৎপথে পরিচালিত করার পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজে অভ্যস্ত করতে সহায়ক হবে।

আয়োজন শেষে ফজরের জামাতে অংশ নেওয়া শিশু-কিশোরদের মধ্যে বাইক, স্কুটার ও জায়নামাজসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। পরে মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে, যেখানে উপস্থিত সবাই তোবারক হিসেবে খাবার গ্রহণ করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ