শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭

শিরোনাম :
মাওয়া এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে বাসের ভেতরে মোটরসাইকেল, নিহত ২ রাজধানীতে ভয়াবহ গ্যাস সংকট, কেন ঢাকার বহু এলাকায় গ্যাস নেই? আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: ফাওজুল কবির খান স্বপ্নেই চিনেছিলেন সন্তানের কবর, ডিএনএ মিলল সেই গাছের নিচেই ভারতে এবার পশু চুরির অপবাদে মুসলিম ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ কর্মশালা অনুষ্ঠিত হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর একপক্ষীয় নির্বাচনের শঙ্কা দেখা দিয়েছে: পীর সাহেব চরমোনাই সিরাজগঞ্জে রেললাইনে কাঠ দিয়ে জোড়াতালি আইনুল হক কাসিমীসহ গ্রেপ্তার আলেমদের অবিলম্বে মুক্তি দাবি

মিশিগানে শিশুদের ইসলামি আদর্শে গড়ে তুলতে ব্যতিক্রমী আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অপসংস্কৃতির প্রভাব থেকে প্রবাসী শিশু-কিশোরদের দূরে রেখে ইসলামি আদর্শে বেড়ে তোলার প্রত্যয়ে যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ফজর ক্যাম্পেইন, পুরস্কার বিতরণ ও সমাবেশ।

রোববার (২৪ আগস্ট ২০২৫) ডেট্রয়েট শহরের বায়তুল মোকারম জামে মসজিদ প্রাঙ্গণে ইসলামিক হেল্পিং ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অব নর্থ আমেরিকা (ইহদীনা) এ আয়োজন করে। দিনভর এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি পরিবারগুলোর উপচেপড়া ভিড় দেখা যায়।

অভিভাবকরা সন্তানদের নিয়ে অংশ নেন এ আয়োজনে, যার মূল উদ্দেশ্য ছিল শিশু-কিশোরদের নামাজে উদ্বুদ্ধ করা ও ইসলামের আলোকে সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে তোলা। ফজরের নামাজে শিশু-কিশোরদের সক্রিয় অংশগ্রহণ এবং অভিভাবকদের আন্তরিকতা আয়োজকরা বিশেষভাবে প্রশংসা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন মসজিদের ইমাম আহমদ কাসেম, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও ডিভিশন স্কুলের শিক্ষক ড. মো. সিরাজুল হকসহ অনেকে। বক্তারা বলেন, কোরআন-হাদিসের আলোকে এমন ধর্মীয় পরিবেশ সৃষ্টি তরুণ প্রজন্মকে সৎপথে পরিচালিত করার পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজে অভ্যস্ত করতে সহায়ক হবে।

আয়োজন শেষে ফজরের জামাতে অংশ নেওয়া শিশু-কিশোরদের মধ্যে বাইক, স্কুটার ও জায়নামাজসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। পরে মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে, যেখানে উপস্থিত সবাই তোবারক হিসেবে খাবার গ্রহণ করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ