শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭


বাস চাপায় মাদরাসা শিক্ষকের মৃত্যু, লোহাগাড়ায় সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহণের বাসের চাপায় জাগির হোসেন (২৬) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মহাসড়কের চুনতি এলাকায় সড়ক অবরোধ করলে প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের বনপুকুর কাজী ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের আলোচনা চলছিল।

নিহত জাগির হোসেন উপজেলার চুনতি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কালু সিকদারপাড়ার বাসিন্দা আবুল ফজলের (ভোলা মিয়া) ছেলে। তিনি ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত গণশিক্ষা কেন্দ্রে শিক্ষকতা করতেন।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশের তথ্যমতে, কক্সবাজারগামী দ্রুতগতির মারসা পরিবহণের বাস একটি লেগুনাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন জাগির। বাসটি খাদে পড়লে তিনি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় বাসটি তুলে তাঁর লাশ উদ্ধার করা হয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহবুবুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে লাশ হস্তান্তর করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চলছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ