সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের ৩ দিন পরে ১৭ বছর বয়সী এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার চন্ডিদাসদী গ্রামের এক পরিত্যক্ত টিনের ঘর থেকে যুবকের লাশটি উদ্ধার করা হয়।

যুবকের নাম পিয়াস শেখ। নিহত পিয়াস ভাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের ফেরদাউস শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পিয়াস শেখ গত ১৯ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

তিন দিন পর সোমবার ভোররাতে প্রতিবেশী আকরাম শেখের একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেখানে গিয়ে অর্ধগলিত একটি লাশ দেখতে পান। পরে তারা বিষয়টি ভাঙ্গা থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা আরও জানান, পিয়াস মাদকে আসক্ত ছিল এবং মাঝে মাঝে ঘুমের ওষুধসহ অন্যান্য মাদকদ্রব্য সেবন করত।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ