মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

‘ভারত মুসলিমের দেশ’ সাধ্বীকেই দেশ ছাড়তে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

indiaআওয়ার ইসলাম ডেস্ক : অল ইন্ডিয়া মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন নেতা শাদাব চৌহান বিশ্ব হিন্দু পরিষদ নেত্রী সাধ্বী প্রাচিকে ভারত ছাড়ার পরামর্শ  দিয়েছেন। এর আগে সাধ্বী ঘোষণা দিয়েছিলেন মুসলিকে ভারত থেকে তাড়ানোর সময় হয়েছে। এর জবাবেই এক বিবৃতিতে শাদাব ওই পরামর্শ  দেন।

শাদাব চৌহান বেশ জোর গলায় বলেছেন, সাধ্বী প্রাচি কান খুলে শুনুন, ভারত যেদিন মুসলিম মুক্ত হয়ে যাবে সেদিন মানব মুক্ত ভারত হয়ে যাবে। আমাদের দেশের উন্নতির বুনিয়াদ হল মুসলিম।ভারত মুসলিমেরই দেশ।

তিনি আরো বলেন, সাধ্বী প্রাচি যদি মুসলিম মুক্ত ভারত চান তাহলে তিনি ভারতকে ধ্বংস করার স্বপ্ন দেখছেন। ভারতের অস্তিত্ব ততক্ষণ কায়েম আছে, যতক্ষণ ভারতের ভেতরে মুসলিম আছে। যেদিন ভারত থেকে মুসলিম শেষ হয়ে যাবে সেদিন ভারতের অস্তিত্বও শেষ হয়ে যাবে। কারণ, স্বাধীন ভারতের জন্য ওলামায়ে-কেরাম নিজেদের জীবন কুরবানি দিয়েছিলেন। যদি কেউ মুসলিমদের সঙ্গে থাকতে না পারে তাহলে এই দেশ ছেড়ে সাগরে অথবা অন্য কোথাও বসতি স্থাপন করতে পারেন। ভারতে এ ধরনের লোকের কোনো প্রয়োজন নেই।

শাবাদ চৌহানের এ বিবৃতি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এর আগে একইভাবে সাধ্বী প্রাচির বক্তব্যও বিতর্কিত হয়েছে সারা ভারতে। সেটি মুসলিম ছড়িয়ে অন্যদের মধ্যেও। কারণ তিনি তার বক্তব্যে কংগ্রেসকে উল্লেখ করে বলেছিলেন, আমরা কংগ্রেসমুক্ত ভারত তৈরি করেছি।

বিশ্ব হিন্দু পরিষদ নেত্রী সাধ্বী প্রাচির আগে অবশ্য ‘হিন্দু মহাসভা’র পক্ষ থেকেও ‘ইসলাম মুক্ত ভারত’ অভিযান চালানোর কর্মসূচি হাতে নেয়া হয়।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম / আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ