বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

যুক্তরাজ্যে নারীদের পাশে ইমামরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমামওয়ালি খান রাজু :  যুক্তরাজ্যে পারিবারিক নির্যাতন একটি অন্যতম সমস্যা। প্রতি সপ্তাহে ইংল্যান্ড এবং ওয়েলসে দুইজন নারী পারিবারিক সহিংসতার শিকার হয়ে মারা যায় এবং যুক্তরাজ্যের এক-চতুর্থাংশ নারী তাদের জীবনে বিভিন্নভাবে পারিবারিক সহিংসতার শিকার হন বলে সম্প্রতি এক জরীপে জানা যায়। তবে সামাজিক দৃষ্টিভঙ্গীর কারণে অনেক নারীরা এসব সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ করতে ভয় পান।

প্রকাশিত জরীপে জানা যায়, যুক্তরাজ্যের পুলিশ গড়ে প্রতি মিনিটে একটি পারিবারিক সহিংসতা বিষয়ক অভিযোগ পান, যুক্তরাজ্যের এই পারিবারিক সহিংসতার সমস্যা প্রায় সব সম্প্রদায়ের মধ্যেই। আর এসব পারিবারিক সহিংসতা দূরীকরণে বিভিন্ন সংগঠন সক্রিয়ভাবে কাজ করছে, পিছিয়ে নেই যুক্তরাজ্যের মুসলিম নারীরাও। তারাও এসব সহিংসতা দূরীকরণে কাজ করে যাচ্ছে।

মুসলিম উইমেন নেটওয়ার্ক তথা (MWN) এর চেয়ারপার্সন সাইস্তা জহির জানান, মুসলিম পরিবারেও এসব সহিংসতা বৃদ্ধি পাচ্ছে, মেয়েদের বিয়েতে বাধ্য করা হচ্ছে, বিবাহিত মেয়েদের নির্যাতনের হারও বৃদ্ধি পেয়েছে। অনেক পুরুষ ধর্মের দোহাই দিয়ে নারীদের উপর নির্যাতন করে , আমরা এসব দূরীকরণে কাজ করে যাচ্ছি।

যুক্তরাজ্যে ইমামদের রয়েছে পারিবারিক নির্যাতন বিরোধি সংগঠন Imams against domestic abuse (IADA) । এই সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ হাসান জানান, পারিবারিক সহিংসতা রোধে সবার উচিত এগিয়ে আসা, আমাদের ইসলাম এবং মুসলিম সমাজ নিয়ে অমুসলিমদের মধ্যে ভুল ধারণা রয়েছে। তা হল ইসলাম নাকি নারীদের আবদ্ধ করে রাখে, অধিকার বঞ্চিত করে, জুলুম নির্যাতনে উৎসাহিত করে। আসলে এটা একটি ভুল ধারণা । ইসলাম স্ত্রীদের পূর্ণ অধিকার দিয়েছে তাদের সম্মানিত করেছে, আমাদের ইমাম সমাজ এসব সহিংসতার বিরুদ্ধে সোচ্চার, আমরা জনসম্মুখে পারিবারিক সহিংসতার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি আশা করি অপরাধীরা তারা তাদের ভুল বুঝতে পারবে। সূত্র : আল জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ