বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

‘বাবা তোমাকে অনেক ভালোবাসি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

13479514_1042187072495280_115989513_n (1) copyশামীম হোসেন: সন্তানের জন্য বাবা বটবৃক্ষের মত। বিপদে-আপদে, সুখে-দুঃখে- সবসময় মাথার ওপর ছায়া হয়ে থাকেন তিনি। আজ বিশ্ব বাবা দিবস। বাবা তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে অনেক মিস করছি, ভালো থেকে বাবা- আবেগ আর ভালোবাসায় আজ ছেয়ে গেছে সব সামাজিক যোগাযোগমাধ্যম। বিভিন্ন জন বিভিন্নভাবে এই বিশেষ দিনটি উদযাপন করছেন।

অন্য সবার মত বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রাও এই দিনটিকে নিজেদের মত করে উদযাপন করছেন। ফেসবুকে তাঁরা বিশ্বের সব বাবাদের শুভেচ্ছা জানিয়েছেন। বাবাদের প্রতি তাঁদের ভালোবাসার কথা জানিয়ে দিয়েছেন সবাইকে।

বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম বাবা দিবসের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘আজ আপনাদেরকে আমি এমন একজন মানুষের কথা বলবো… আমার এতদূর আসার পেছনে তার অবদানই হয়তো সব থেকে বেশি। ছোট বেলা থেকে সে আমাকে শিখিয়েছেন একজন ‘হিরো’ হতে গেলে, শুধু ভালো খেললেই হবে না… বরং একজন ভালো মানুষও হতে হবে। তিনি আমাকে দেখিয়েছেন সব বাঁধা পেরিয়ে লক্ষ্যে পৌঁছানোর রাস্তা। খারাপ সময়ে ভেঙে পড়লে জুগিয়েছেন সাহস। তিনি আমার বাবা… আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা, আমার জীবনের সত্যিকারের ‘হিরো।’ অনেক ভালোবাসি তোমাকে বাবা! বিশ্বের সকল বাবাকে জানাই বাবা দিবসের শুভেচ্ছা। – মিতু।’

টাইগারদের বিপদের কান্ডারী খ্যাত অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘তোমার অনুপ্রেরনা, তোমার স্নেহ, তোমার শাসন, তোমার ভালোবাসা অতুলনীয়। তোমাকে অনেক ভালোবাসি বাবা। আজ বাবা দিবসে সকল বাবাদের জানাই বিনম্র শ্রদ্ধা, অজস্র ভালবাসা এবং দোয়া।’

ড্যাশিং ব্যাটসম্যান সাব্বির রহমান লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে সেরা মানুষটা যে জীবনের সব পরিস্থিতিতে আমার পাশে থেকেছে তাকে শুভেচ্ছা। ধন্যবাদ বাবা, তুমি আমার জন্য সবসময় শুধু ভালোটাই চেয়েছ। বিশ্বের সকল বাবাকে জানাই বাবা দিবসের শুভেচ্ছা।’

আরেক ব্যাটসম্যান লিটন কুমার দাস লিখেছেন, ‘ধন্যবাদ বাবা, তুমি আমার জন্য সবসময় শুধু ভালোটাই চেয়েছ। সকল বিপদ-আপদে ছায়ার মত পাশে থেকে সাহস দিয়েছ। বিশ্বের সকল বাবাকে জানাই বাবা দিবসের শুভেচ্ছা।’

ওপেনার সৌম্য সরকার লিখেছেন, ‘সবাইকে বাবা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।’

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ