বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ওমরাহ হাজী বাড়াবে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

8277স্টাফ রিপোর্টার : সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে ওমরাহ হাজীদের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। এই পরিকল্পনায় ২০৩০ সাল নাগাদ ওমরাহ হাজীর সংখ্যা ৩ কোটিতে উন্নীত করার লক্ষ্য নেয়া হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আরব নিউজ।

খবরে বলা হয়, ওমরাহ হাজীদের সংখ্যা বৃদ্ধির জন্য কিছু নীতিমালা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে বর্তমান আইন-কানুনকে শক্তিশালী করা হয়েছে যাতে করে ওমরাহ হাজীরা নিজেদের ভিসার মেয়াদ না বাড়াতে পারেন।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মুখপাত্র হাতিম কাদি বলেন, ‘ওমরাহ হাজীদের ভিসার মেয়াদের বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হবে এবং আইনের ব্যত্যয় হলে তার বিরুদ্ধে ব্যবস্থাও গ্রহণ করা হবে। গত বছর যেসব ওমরাহ হাজীরা ভিসা মেয়াদের চেয়েও বেশিদিন অবস্থান করেছেন তার রেকর্ড রাখা হয়নি।’

তিনি জানান, কেবল লাইসেন্সকৃত হজ ও ওমরাহ কোম্পানিরাই বিদেশে তাদের অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পারবেন। তাদেরই নিশ্চিত করতে হবে যেন হাজীরা তাদের নির্ধারিত সময়সীমার মধ্যেই সৌদি আরব ত্যাগ করেন। তিনি আরও জানান, পর্যটক ও হজযাত্রীদের সুবিধার্থে কিং আবদুল আজিজ বিমানবন্দর, মাতাফ ও মসজিদগুলোর সম্প্রসারণের কাজ চলছে। এ ছাড়া হজযাত্রী ও পর্যপটকদের সেবায় বাড়তি লোকবলও নিয়োজিত করা হবে বলে জানান তিনি। এসব নিয়ম, বিশেষ করে ভিসা আইন লঙ্ঘনকারী কোম্পানিগুলোকে বন্ধ করে দেয়া হবে। তিনি বলেন, ‘এসব কোম্পানিকে হাজীদের নিজ দেশে ফেরত যাওয়ার জন্য অর্থ প্রদান করতে হবে। এসব কোম্পানিকে কালো তালিকাভুক্তও করা হবে এবং নিষিদ্ধ করা হবে।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ