বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

বেফাক বোর্ডে আশুগঞ্জ মাদরাসার ধারাবাহিক সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 

ashuganj

জাকির মাহদিন : অব্যাহত সাফল্যের ধারাবাহিকতায় এবারও ‘জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম সোনারামপুর আশুগঞ্জ মাদরাসা’ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। মুমতায ১১ ও মেধা তালিকায় ৪ জন। বেফাক বোর্ডে মেধা তালিকায় আশুগঞ্জ সোনারামপুর ২, ৫২, ৬৪ ও ৭৯তম স্থান অর্জন করেছে।

নাহবেমির জামাতে ১৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৬ জন মুমতায পেয়েছে। হিফজ বিভাগে ১০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৫ জন মুমতায পেয়েছে৷

খুবই সাধারণ মানের শিক্ষার্থী ভর্তি নিয়ে প্রতিবছর শিক্ষকগণের নিবিড় ও অক্লান্ত পরিশ্রমে অসাধারণ ফলাফল অর্জন করে যাচ্ছে আশুগঞ্জ সোনারামপুর মাদরাসা।

মাদরাসা কতৃপক্ষ ও ছাত্রদের অভিমত বলছে, যুগোপযোগী দক্ষ ব্যবস্থাপনা, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা দরস প্রদান, মুহাদ্দিসিনে কেরামের সঠিক দিকনির্দেশনা, আশুগঞ্জ সোনারামপুর মাদরাসার শিক্ষককদের প্রণীত সহায়ক খাতা, সাজেশন ও সমাধান, নিয়মিত তাকরার ও মুযাকারা অনুশীলন এবং সুনিয়ন্ত্রিত কঠোর পরিশ্রমই হচ্ছে এই প্রত্যাশিত ফল অর্জনের নেপথ্যের চাবিকাঠি।

এদিকে উক্ত মাদরাসার ‘এদারায়ে তালিমিয়া ব্রাক্ষণবাড়ীয়ার’ ফলাফলও ঈর্ষণীয়। ১৪৩৭ শিক্ষাবর্ষের সেন্টার পরীক্ষায়  ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদরাসার মসজিদে প্রকাশিত ফলাফলে দেখা যায় প্রতিবারের ন্যায় এবারো আশুগঞ্জ সোনারামপুর মাদরাসার একাধিক ছাত্র মেধাতালিকায় উত্তীর্ণ হয়েছে।

উল্লেখ্য, ১ থেকে ১০ পর্যন্ত যারা তাদেরকেই মেধাতালিকায় গণ্য করা হয়৷ উক্ত মাদরাসার মুহাদ্দিস মাওঃ ইসমাঈল বিন ফয়েজ সবার নিকট দোয়া কামনা করেন।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ