বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

আরো ১৪ বক্তার বিরুদ্ধে অভিযোগপত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Islamic-preachers

আওয়ার ইসলাম: ইসলামিক স্কলার ডা. জাকির নায়েককে নিষিদ্ধের পর ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) দেশটির আরো ১৪ বক্তার ও ইসলাম প্রচারকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে।

এর আগে, মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন হায়দারাবাদ প্রধান মোহাম্মদ ইব্রাহিম ইয়াজদিনিকে জিজ্ঞাসাবাদ করে এনআইএ। সে সময় তিনি এনআইএকে জানান, জাকির নায়েকের কারণে তিনি শরিয়াহ আইন প্রতিষ্ঠায় কাজ করছেন।

গত মাসে সৌদি আরবে স্কাইপির মাধ্যমে এক সংবাদ সম্মেলনে ইসলামিক স্টেটের কার্যক্রমের নিন্দা জানান জাকির নায়েক। তিনি বলেন, আইএস ইসলামের জন্য কোনো কিছু করছে না, তারা পাগলপ্রায়। কারণ ইসলাম নিষ্পাপ মানুষের হত্যাকাণ্ড সমর্থন করে না।

টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এনআইএন’র অভিযোগপত্রে উল্লিখিত বক্তারা মূলত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়েতে বসবাস করছেন। তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সন্দেহভাজনদের উগ্রবাদে উসকানি দিয়েছেন বলে এনআইএ’র অভিযোগপত্রে বলা হয়েছে।

যুক্তরাজ্যের ইসলামিক স্কলার আনজেম চৌধুরী, হামজা অ্যন্ড্রেস জর্জিস, ইমরান মানসুর, মিজানুর রহমান ও আবু ওয়ালিদ; যুক্তরাষ্ট্রভিত্তিক ইয়াসির কাধি, ইউসুফ এসতেস, হামজা ইউসুফ ও আহমাদ মুসা জিব্রিল; অস্ট্রেলিয়াভিত্তিক মুসা সেরানটোনিও, শেইখ ফায়েজ মোহাম্মদ ও ওমর আল বান্না; জিম্বাবুয়েভিত্তিক মুফতি মেনক এবং কানাডাভিত্তিক মজিদ মাহমুদ বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করেছে এনআইএ।

ভারতে গ্রেফতাকৃত আইএস সদস্যদের জিজ্ঞাসাবাদ প্রকাশ করেছে এনআইএ। আইএস সদস্যরা এসব ধর্মীয় বক্তার কাছে থেকে প্ররোচনামূলক বক্তৃতা শুনেছেন ও দেখেছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। সূত্র : সিয়াসাত

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ