বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ঘুষ জোগাতে ভিক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ghoshআওয়ার ইসলাম: ভারতের তামিলনাড়ুর এক কৃষক পরিবারে ঘটেছে এই ঘটনা। কৃষক পিতা মারা যাওয়ার পর  কৃষকদের সামাজিক নিরাপত্তা প্রকল্প থেকে পাওনা  টাকা তুলতে গিয়ে ঘুষ দাবি করেছিলো কর্মকর্তা। আর সেই ঘুষের  টাকা যোগাড় করতে গিয়ে ছেলেকে রাস্তায় রাস্তায় করে ভিক্ষা করতে হচ্ছে।

তামিলনাড়ুর ভিলুপুরাম জেলার কুন্নাথুর গ্রামের কৃষক কোলান। গত ফেব্রুয়ারি মাসে মাত্র ৪৫ বছর বয়সে হঠাৎ করে মারা যান। সরকারের ‘কৃষকদের সামাজিক নিরাপত্তা প্রকল্প’ অনুযায়ী তার প্রাপ্য টাকা ছিলো ১২ হাজার ৫০০। কিন্তু গ্রামের প্রশাসনিক অফিসার এই টাকা পাইয়ে দেওয়ার জন্য তার ছেলে অজিতের কাছে ঘুষ চান ৩ হাজার টাকা৷

কিন্তু দরিদ্র পরিবারে যেখানে ধার করে তার শেষকৃত্য করতে হয় সেখানে এতো টাকা পাবে কোথায় ?

প্রশাসনকে বার বার বলা স্বত্তেও কোনও কাজ না হওয়ায় অবশেষে ঘুষের টাকা জোগাড় করতে ভিক্ষা ঝুলি হাতে পথে নামে ১৫ বছরের ছেলে অজিত ৷ গলায় একটি ব্যানার ঝুলিয়ে সে রাস্তায়, ট্রামে-বাসে ভিক্ষা করতে থাকে৷ এদিক ছেলেটির এমন অবস্থার ফটো ও ভিডিও বেশ কিছুদিনের মধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়৷

বিষয়টি জানাজানি হলে নড়েচড়ে ওঠে রাজ্য প্রশাসন৷ তামিলনাড়ুর কুন্নাথুর গ্রামের জেলা প্রশাসনের বিরুদ্ধে শনিবার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷  সংশ্লিষ্ট অফিসারকে তার পদ থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে  গ্রামের পঞ্চায়েত প্রধান সুভ্রামন্নিয়াম। যদিও সংশ্লিষ্ট অফিসার অভিযোগ অস্বীকার করেছেন৷

এদিকে রাজস্ব বিভাগের এক অফিসার জানিয়েছেন, কৃষকের মৃত স্ত্রীর নামে চেক তৈরি হয়েছে তবে ছেলে নাবালক হওয়ায় তা তার হাতে দেওয়া হয়নি,  ইলেকট্রনিক ট্রান্সফর মারফত সরাসরি কৃষকের স্ত্রীর অ্যাকাউন্টে পৌঁছে যাবে ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ