বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই যেখানে জঙ্গিবাদ নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

photo-1472897204আওয়ার ইসলাম: বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনের চেয়ারম্যান ড. আবদুল মান্নান বলেছেন, দেশে এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই যেখানে জঙ্গিবাদ নেই। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইউজিসি চেয়ারম্যান।

জঙ্গিবাদের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে আব্দুল মান্নান বলেন, সবাই সচেতন হলে জঙ্গিরা বাংলাদেশে আস্তানা গড়তে পারবে না।

আলোচনায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থীকে জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতন থাকতে হবে। জঙ্গিবাদ নিয়ে যেকোনো সংবাদ যে কেউ সরাসরি জানাতে পারবে জানিয়ে তিনি বলেন, ‘আমার টেলিফোন ২৪ ঘণ্টা খোলা রয়েছে।’

উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো জঙ্গিবাদ আস্তানা গড়তে পারেনি। ভবিষ্যতেও পারবে না।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. আখতারুজ্জামান বলেন, জঙ্গিবাদ একটি ভাইরাস। এর জন্য প্রয়োজন প্রতিরোধমূলক ব্যবস্থা। তার মধ্যে আইনি কাঠামো সংশোধনও একটি প্রক্রিয়া হতে পারে।

ঢাবি উপাচার্যের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন শিক্ষাসচিব সোহরাব হোসাইন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ, মহাসচিব ড. এ এস এম মাকসুদ কামাল।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ