বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

এসো বিশ্বকে জানি ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

worldসাইফুল ইসলাম রিয়াদ; আওয়ার ইসলাম

পৃথিবীতে মোট ২৩০টি দেশ রয়েছে। স্বাধীন দেশ ১৯৬টি এবং পরাধীন দেশ ৩৪টি। প্রথমে স্বাধীন দেশগুলোর পরিচয় জেনে নিই। পরিচয় পর্বের শুরুতে আলোচনা করব প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নিয়ে।

বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশ পৃথিবীর গোলার্ধে অবস্থিত। এটি বিশ্বের বৃহত্তম মহাদেশ। এর অায়তন প্রায় ৪ কোটি ৬৪ লক্ষ ৮৮ হাজার ২৩৭ বর্গ কি.মি.। এশিয়া মহাদেশের উত্তরে রয়েছে উত্তর মহাসাগর। দক্ষিণে ভারত মহাসাগর। পূর্বে প্রশান্ত মহাসাগর। দক্ষিণ -পশ্চিমে লোহিত সাগর ও আফ্রিকা। পশ্চিমে ভূমধ্যসাগর ও ইউরোপ মহাদেশ অবস্থিত।

বাংলাদেশ এশিয়া মহাদেশের একটি অন্যতম প্রদেশ, যা বিশ্বের মানচিত্রে সর্বাধিক ঘনবসতি দেশ হিসেবে পরিচিত। এটিই একমাত্র দেশ যার ভাষার জন্য মানুষ প্রাণোৎসর্গ করেছে।

এবার ছোট্ট করে জেনে নিই কেমন আমাদের বাংলাদেশ।

রাষ্ট্রীয় নাম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

আয়তন: পূর্বে বাংলাদেশের আয়তন ছিল ১,৪৭,৫৭০ বর্গ কি.মি.। সম্প্রতি ভারতের কাছ থেকে পাওয়া ২৮,৪৬৭ বর্গ কি.মি. এবং মায়ানমার থেকে পাওয়া ৭০,০০০ বর্গ কি. মি.। সমুদ্রসীমাসহ বর্তমান বাংলাদেশের আয়তন ২,৪৬,০৩৭ বর্গ কি.মি.।

সীমানা: বাংলাদেশের সীমানার উত্তরে রয়েছে জলপাইগুড়ি ও আসাম। পূর্বে আসাম এবং ত্রিপুরা রাজ্য। পশ্চিমে রয়েছে পশ্চিমবঙ্গ ও বিহার এবং দক্ষিণে বঙ্গোপসাগর।

ভৌগলিক অবস্থান: এশিয়া মহাদেশ। বাংলাদেশের রাজধানী ঢাকা।

জাতীয়তা: বাংলাদেশী।

মাতৃভাষা: বাঙলা।

মুদ্রার নাম: টাকা, পয়সা।

জনসংখ্যা: প্রায় সতের কোটি।

রাষ্ট্রধর্ম: ইসলাম।

সময়: + গ্রীনিচ মানের সমান।

বাংলাদেশ একসময় ব্রিটিশ ও পশ্চিমা শাসকদের হাতে পরাধীন ছিল। ১৯৭১ সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়। বাংলাদেশে রয়েছে অসংখ্য নদী নালা এবং বৃহত্তম সমুদ্র সৈকত। বাংলাদেশের সীমারেখা স্থলভাগ এবং সমুদ্রোপকূলসহ মোট ৫,১৩৮ কি.মি.। স্থলসীমা ৪,৪২৭ কি.মি. এবং জলসীমা ৭১১ কি.মি.। বাংলাদেশের অধিবাসীদের মধ্যে মোট ৮৫ ভাগ মুসলমান বাকী ১৫ ভাগ হিন্দু, বৌদ্ধ এবং খ্রিষ্টান। এদেশে শতকরা শিক্ষিতের হার ৭৩জন প্রায়। শ্রমজীবি মানুষের শতকরা ৭৫ ভাগ কৃষি নির্ভর।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ