বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

আল্লামা আহমদ শফীর পায়ের সমতুল্য আমার মাথাও না -ফরিদ উদ্দীন মাসঊদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাকির মাহদিন : জমিয়তুল ওলামার সভাপতি কওমি সনদ বাস্তবায়নের লক্ষে শিক্ষামন্ত্রণালয় ঘোষিত কমিটির আহ্বায়ক মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ বলেছেন, আল্লামা আহমদ শফীর পায়ের সমতুল্য আমার মাথাও না।

শিক্ষামন্ত্রণালয় ঘোষিত কমিটি এবং বেফাকের প্রত্যাখ্যান নিয়ে আওয়ার ইসলামের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

ফরিদ উদ্দীন মাসউদ বলেন, হযরত আল্লামা আহমদ শফীকে সবাই শ্রদ্ধা করেন। আমিও অবশ্যই অত্যন্ত শ্রদ্ধা করি। আমি এটা প্রায়ই বলি এবং অন্তর থেকেই বলি, আল্লামা আহমদ শফীর পায়ের সমতুল্য আমার মাথাও না। তিনি শায়খুল ইসলাম মাদানী রহ. এর সংসর্গে ছিলেন, আমার বিশ্বাস, মাদানী রহ. এর সংসর্গে যারা ছিলেন তাদেরকে আল্লাহ তা’আলা আখেরাতে অপমান করবেন না।

শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত কমিটিতে শফী সাহেবকে কেন রাখা হল না সে প্রসঙ্গে তিনি বলেন, কোনো সম্মানিত ব্যক্তিকে শুধু আলঙ্কারিক পদ দিয়ে তার ইমেজকে ব্যবহার প্রকান্তরে সেই ব্যক্তি অপমানিত করা। বর্তমান কমিটিতে কোনো চেয়ারম্যান পদ নেই। আমাকে কেবল আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে এবং বেফাকের যে দুজনকে সেখানে রাখা হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের সম্মতি নিয়েই রাখা হয়েছে। এ বিষয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।

তিনি আরো বলেন, স্বীকৃতি দিতে সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে সেটা সম্পর্কে আল্লামা আহমদ শফী মিটিংয়ের আগে কতটুকু অবহিত ছিলেন তাও তিনি নিশ্চিত নন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ