বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

মাদরাসা শিক্ষককে বিয়ের খবর গুজব: জানালেন হ্যাপী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

happy2আবিদ আনজুম: কদিন ধরেই মিডিয়ায় ছড়াচ্ছে খবরটি। মাদরাসা শিক্ষককে বিয়ে করেছন হ্যাপী। অনলাইন পত্রিকাগুলো চটকদার নিউজ হিসেবে ছেপে যাচ্ছে নিউজটি। একজন থেকে আরেকজন। তবে কেউ সত্যতা যাচাইয়ে যেতে চাননি।

শেষ পর্যন্ত গুজবে অতিষ্ট এক সময়ের সিনেতারকা নাজনীন আকতার হ্যাপী মুখ খুললেন। বুধবার সকালে দেয়া  এক স্ট্যাটাসে তিনি বিষয়টি ক্লিয়ার করেছেন।

হ্যাপী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার বিয়ে হয়নি! আমার বাসার লোকদের মাধ্যমে জানতে পারলাম ‘গোপনে বিয়ে সারলেন হ্যাপী’ এই শিরোনামে নিউজ যাচ্ছে! বিষয়টা পাত্তা দিবো না ভেবেছিলাম, কিন্তু এত বাড়াবাড়ি হচ্ছে যে অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে!

আসল ঘটনায় আসি! যেই বিয়ের বরাতে নিউজ হচ্ছে, যেই তারিখ ও সময় উল্লেখ করে, সেটা আসলে বিয়ে নয়। আমাকে বিয়ের জন্য পাত্রপক্ষ দেখতে এসেছিল। পারিবারিকভাবে বিয়ের কথাবার্তা হয়েছে তবে সেটা পাকা কথাবার্তা নয়। আর কাবীন টাবিন অনেক পরের কথা। আল্লাহ চাইলে হবে না হলে না।’

happy

তিনি লিখেন, দৈনিক পত্রিকাগুলো ও অনলাইন নিউজ পোর্টালগুলোর কাছে একটা অনুরোধ, পুরোপুরি নিশ্চিত না হয়ে কোনো খবর প্রকাশ করবেন না। বিঃদ্রঃ আল্লাহ যেদিন আমার বিয়ের ফায়সালা করবেন সেদিনই জানিয়ে দিবো ইনশাআল্লাহ।’

এক সময়ের সিনেমা তারকা হ্যাপী ক্রিকেটার রুবেলে সঙ্গে কেলেঙ্কারিতে জরিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার মুখে ভালো পথে ফিরে আসেন। খোলামেলা পোশাক ও চলাফেরা ছেড়ে পর্দা আর নামাজে মন দেন। মিরপুরে এক কওমি মহিলা মাদরাসাতেও ভর্তি হন দীন শেখার জন্য। এখন তিনি পুরোপুরি পর্দা মেনে চলেন।

তার বিয়ের গুজবটি ছড়েছে নাজনীন আকতার হ্যাপীর নামে একাধিক আইডি থাকার কারণে। যে আইডিতে তার বিয়ের খবর সেটাতে তার ছবিও রয়েছে। অথচ তিনি ভালো হওয়ার পর ফেসবুক থেকে আগের সব ছবি ডিলেট করেছেন এবং নিজের নামে ‘আমাতুল্লাহ’ (আল্লাহর বান্দি) সংযুক্ত করেছেন।

তবে ভবিষ্যতে হ্যাপী কোনো মাদরাসার শিক্ষক বা নামাজি ভদ্র ছেলেকেই যে বিয়ে করবেন এটি তার আগের অনেক স্ট্যাটাসে নিশ্চিত করেছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ