বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

শরিয়া আইনের পক্ষে গুজরাটে ২৫ হাজার নারীর মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

indian-womans

আওয়ার ইসলাম: ভারতের বিজেপি শাসিত গুজরাটের সুরাটে ‘মুসলিম ব্যক্তিগত আইন’ অক্ষুণ্ণ রাখার দাবিতে হাজার হাজার মুসলিম নারী রাজপথে নেমে মিছিল করেছেন। শুক্রবার ২৫ হাজারেরও বেশি নারী মুসলিম শরীয়া আইনের স্বপক্ষে এবং ‘অভিন্ন দেওয়ানি বিধি’ বিরোধী বিক্ষোভে শামিল হন।

মুসলিম নারীরা এ সংক্রান্ত এক দাবিপত্র জেলা কর্মকর্তার হাতে তুলে দিয়েছেন। ওই নারীরা তালাক ইস্যুতে সরকার যেন হস্তক্ষেপ না করে সেই দাবি জানানো হয়েছে।

বিক্ষোভ মিছিলে মুসলিম নারীরা হাতে যেসব প্ল্যাকার্ড বহন করেন তাতে লেখা ছিল- ‘কুরআন আমাদের হৃদয়’, ‘সরকার যেন শরীয়া আইন পরিবর্তন করার চেষ্টা না করে’, ‘আমরা মুসলিম ব্যক্তিগত আইন সমর্থন করি’, ‘আমরা শরীয়াকে ভালোবাসি’, ‘শরীয়া আইনে আমরা সন্তুষ্ট’ ইত্যাদি।

মিছিলে অংশ নেয়া শাহনাজ প্যাটেল নামে এক মুসলিম নারী গণমাধ্যমকে বলেন, "আমরা ভারতের সংবিধানকে শ্রদ্ধা করি কিন্তু যখন শরীয়ার প্রশ্ন আসে তখন আমরা কুরআনে বর্ণিত পথকেই উত্তম বলে মনে করি। এই পরিস্থিতিতে ভারত সরকার 'অভিন্ন দেওয়ানি বিধি’র সমর্থনে ইসলামে হস্তক্ষেপ করা ছেড়ে দিক।"

মিছিলের আয়োজক মকসুদ আহমেদ বলেন, "এই প্রতিবাদ বিক্ষোভ কোনো সংগঠনের পক্ষ থেকে আয়োজিত নয়। ‘অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে দেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার বিরুদ্ধে সুরাটের মহিলারা নিজেরাই এগিয়ে এসেছে। আমরা মনে করি ‘অভিন্ন দেওয়ানি বিধি’র নামে ভারত সরকার শরীয়া আইনে হস্তক্ষেপ করছে।

সূত্র: পার্স টুডে

এফএফ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ