বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

দক্ষিণ এশিয়ার সুইজারল্যান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাইফুল ইসলাম রিয়াদ

worldআজ পরিচিত হবো রাজতান্ত্রিক দেশ ভুটানের সাথে। ভুটান শব্দটি এসেছে ভূ-উত্থান থেকে। অর্থ-উঁচু ভূমি। কারো মতে ভোটস-আন্ত থেকে। অর্থ-তিব্বতের শেষ সীমানা।

সংক্ষিপ্ত ইতিহাস: হিমালয় পর্বতের পূর্ব অংশে অবস্থিত দক্ষিণ এশিয়ার রাজতান্ত্রিক দেশ ভুটান। উত্তরে রয়েছে চীনের তিব্বত। দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে ভারত। অনেকগুলো নদীর জন্মস্থান এদেশে হলেও নেই কোন জলাভূমি। গোঠা রাজ্যই পাহাড়ি অঞ্চল এবং হিমালয় পর্বতে পরিবেষ্টিত। বর্তমান ভুটান একসময় পাহাড়ের উপত্যকার খণ্ড খণ্ড রাজ্য ছিল।

১৬১৬ সালে নগাওয়ানা নামগিয়াল নামের তিব্বতি লামা শবদ্রুং তিনবার ভুটানের উপর তিব্বতের আক্রমণ প্রতিহত করলে বিচ্ছিন্ন রাজ্যগুলো সংঘবদ্ধ হয়ে আজকের ভূটানে পরিণত হয়। ভুটানি শাসকের সাথে ইষ্ট ইন্ডিয়া কোম্পানির এক সাক্ষরিক চুক্তির ফলে ১৮৬৫ সাল থেকে ভুটানিরা বার্ষিক ভর্তুকি পায়। ১৯১০ সালের জানুয়ারি মাসে এক চুক্তির ভিত্তিতে ব্রিটিশ সরকার হস্তক্ষেপ বন্ধ করে। ১৯৪৯ সালের ৮ আগষ্টের এক চুক্তির পরিপ্রেক্ষিতে ভারত সরকার ভুটানের উপর বৈদেশিক বিষয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন।

তবে ভুটানের বৈদেশিক নীতি ব্রিটিশ সরকারের পরামর্শ সাপেক্ষ পরিচালিত হয়। বাংলাদেশের উত্তর পশ্চিমবঙ্গের পরেই জয়গা সীমান্ত পার হলেই ভুটানের ফুন্টশেলিং। পুরো দেশটাই যন্ত্রমুখর। তবে এটি এক আশ্চর্য দেশ। একবিংশ শতাব্দীর হিমালয়ে দাঁড়িয়েও ভুটানে টিভি নিষিদ্ধ। জাতীয় পোশাক না পরা শাস্তিযোগ্য অপরাধ। ভুটানের আকার-আকৃতি ও পার্বত্য ভূ প্রকৃতি দেখতে অনেকটাই সুইজারল্যান্ডের মত। তাই একে দক্ষিণ এশিয়ার সুইজারল্যান্ড বলতে ভুল করে না কেউ।

এক নজরে

রাষ্ট্রীয় নাম: দ্য কিংডম অব ভুটান।
রাজধানী: থিম্পু।
সরকারের ধরণ: রাজতন্ত্র।
আয়তন: ৪৬ হাজার ৫০০ বর্গকিলোমিটার।
জনসংখ্যা: ৪২ হাজার ৭৩৭ জন (২০০৭ সালের জরিপ)
ধর্ম: লামাপন্থি বৌদ্ধ ৭৫ শতাংশ এবং ভারত ও নেপাল প্রভাবিত হিন্দু ২৫ শতাংশ।
মাথাপিছু বাৎসরিক আয়: ৬১১২ মার্কিন ডলার।
ঘনত্ব : প্রতি বর্গকিলোমিটারে ২৯.৬ জন।
জাতীয়তা: ভুটানি।
ভৌগলিক অবস্থান: হিমালয়ের পাদদেশে অবস্থিত এশিয়ার একটি দেশ।
ভাষা: জংখ্যা, তিব্বত ও পালি ভাষা।
মুদ্রা: গুলট্রাম ও ভারতীয় রুপি।
সামরিক ব্যয়: ১৩.৭ মার্কিন ডলার। (২০০৪ সালের জরিপ) জিডিপি: ৫.৩ শতাংশ।
সময় অঞ্চল: বিটিটি (UTC+6)
সরকার ব্যবস্থা: বর্তমানে গণতান্ত্রিক রাজতন্ত্র পরিচালিত।জাতীয় পরিষদের জনসংখ্যা ১৫১ জন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ