বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

তাকে অামরা কিছুই দিতে পারিনি, এই অক্ষমবোধটাই বিবেককে তাড়িত করছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজী মোহাম্মাদ সানাউল্লাহ
টিভি অালোচক ও মাদরাসা শিক্ষক

gaji_sanaullahমাওলানা অাবদুল জব্বার সাহেবের মৃত্যু মানতে একটু কষ্ট হচ্ছে। যদিও একথা চির সত্য, জীবন-মৃত্যু কেবল অাল্লাহরই হাতে। তবু মনটা যেন কেমন করে উঠে। বলতে চায়, তিনি অারও কটা দিন থেকে গেলে ভাল হত।

তার সারা জীবনের মেহনত ছিল, কওমি সনদের সন্মানজনক মান। এ বিষয়টা তো এখন একটি পর্যায়ের দিকে যাচ্ছে। তিনি যদি তার সপ্নের এ সফলতার বিষয়টি দেখে যেতে পারতেন! কতই না ভাল হত!

অাবার মনের কোনে একটি উৎকণ্ঠাও দানা বাঁধে। তার মত এমন নির্মল চরিত্র, নির্লোভ সত্তা অার অদম্য কর্মচঞ্চল অারেকটি মানুষকি খুব সহজেই অামরা পাব। জানি না। এর সঠিক উত্তর অামার জানা নেই। তবে একথা দৃঢ়তার সাথে উচ্চারণ করা যায়, যে মানুষ যায়, তেমনটি অার অাসে না এ ধরায়।

যাই হোক, বেফাক অামাদের প্রাণের প্রতিষ্ঠান। অাশা-প্রত্যাশা ও স্বপ্নের সবুজ ভূবন। বেফাকের প্রতিটি অঙ্গনে হজরতের অবদান অামরা অনুভব করি হৃদয় গভীর থেকে। পরিশেষে দেশের অগণিত মানুষের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে অামিও বলব, বেফাকুল মাদারিসিল অারাবিয়ার প্রতি নিজ সন্তানোচিত যে মমতাবোধ নিয়ে মাওলানা অাবদুল জব্বার রহ. নিরলস খেদমত করেছেন- অামৃত্যু এটি অামাদের জন্য জীবনবোধের একটি অনন্য শিক্ষা হয়ে থাকবে।

মহান রাব্বে কারিমের কাছে বিনম্র নিবেদন, এ লোকটিকে দুনিয়াতে অামরা কিছুই দিতে পারিনি। না সন্মান। না প্রতিদান। অারহামুর রাহিমিন যেন, তাকে জাযায়ে খায়ের দান করেন। জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করেন। অামিন।

আরআর

বেফাককে তিনি শক্ত হাতে গড়ে তুলেছেন: আল্লামা আনোয়ার শাহ

সহবতকাঠিতে চিরনিদ্রায় মাওলানা আবদুল জব্বার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ