বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
বৈবাহিক জীবনে ‘ধর্ষণ’ শব্দের প্রয়োগ অবমাননাকর : জামায়াত আমির শ্রমিকের রক্ত ও ঘাম  নির্বাচিত সরকার না থাকায় ফ্যাসিবাদ মাথাচড়া দিচ্ছে: রিজভী বিএনপির শ্রমিক সমাবেশ জনসমুদ্র, বক্তব্য রাখছেন শীর্ষ নেতারা শ্রমিকদের অবস্থা পরিবর্তন না করে বাংলাদেশ গড়া সম্ভব নয় : প্রধান উপদেষ্টা ৬ষ্ঠ বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক শিগগিরই ইস্যু হচ্ছে হেফাজতের মহাসমাবেশ সফল করতে হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের আহ্বান ইসরায়েলে আগুন ছড়িয়ে পড়েছে শ্রমিকের অধিকার ও মর্যাদা  নিশ্চিত করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ‘ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ’ কীভাবে সংকলিত হয়, কেন গুরুত্বপূর্ণ

`মিয়ানমার সরকারের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sramicআওয়ার ইসলাম: ইসলামী শ্রমিক আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আশরাফ আলী আকন বলেছেন, মিয়ানমারে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ নিষ্ঠুর, নির্মম হত্যাযজ্ঞ চলছে। রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্বিচারে পশুর মতো নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানোর ভাষা আমাদের নেই। আমরা বিশ্বের ২য় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং নারকীয় গণহত্যা বন্ধে বাংলাদেশ সরকারসহ বিশ্বমুসলিমকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই।

তিনি শান্তিতে নোবেল পওয়া অং সান সূ চির নোবেল প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, শান্তিতে নোবেল পওয়া অং সান সূ চির সরকার যখন ক্ষমতায়, ঠিক তখনই মিয়ানমারের রাষ্ট্রীয় সন্ত্রাস ও বৌদ্ধগোষ্ঠীর মাধ্যমে মুসলিম নারী, শিশুসহ হাজার হাজার মানুষকে পৈশাচিক কায়দায় হত্যা করা হচ্ছে। আগুনে জ্বালিয়ে দেয়া হচ্ছে শত শত ঘর-বাড়ি। এ ধরণের জঘন্য হত্যাযজ্ঞ চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল।

২২ নভেম্বর মঙ্গলবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাব চত্ত্বরে ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগরের উদ্যোগে মিয়ানমারে গণহত্যা বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।

সংগঠনের ঢাকা মহানগর পূর্বের সভাপতি আল-আমীন সাইফীর সভাপতিত্বে ও সৈয়দ ওমর ফারুক-এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহ-সভাপতি মুহাম্মদ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ খলিলুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, মুহাম্মদ মাকসুদুর রহমান, দফতর সম্পাদক আব্দুল কাদের, নির্মাণ শ্রমিক আন্দোলন এর সভাপতি আব্দুর রাজ্জাক, সিএনজি অটো রিক্সা বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন নান্নু মুন্সি, নগর দক্ষিণ সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাত হোসাইন, আইয়ুব আলী প্রমুখ।

বক্তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হজরত পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে আগামি ৫ ডিসেম্বর ঢাকাস্থ মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার আহ্বান জানান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ