বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি

মাওলানা মোস্তফা আজাদ অসুস্থ; দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mostofa_azadআওয়ার ইসলাম: জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের মুহতামিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সহসভাপতি মুক্তিযোদ্ধা মাওলানা মোস্তফা আজাদ ভীষণ অসুস্থ। দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।

জানা যায়, তার দুটো কিডনিই অকেজো হয়ে গেছে।

কিছুদিন আগে দ্বিতীয়বারের মতো উন্নত চিকিৎসা গ্রহণের জন্য তিনি মাদ্রাজ গিয়েছিলেন। মাদ্রাজের চিকিৎসকদের  ব্যবস্থাপত্র অনুযায়ী তার চিকিৎসা অব্যাহত আছে। ওষুধও খাচ্ছেন, কিন্তু শারীরিক অবস্থার তেমন কোন  উন্নতি হচ্ছে না।

এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের  কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জমিয়তের ঢাকা মহানগরীর সভাপতি শাইখুল হাদিস মঞ্জুরুল ইসলাম আফেন্দী মাওলানা মোস্তফা আজাদের সুস্থতার জন্য ধর্মপ্রাণ সকল মুসলমানের কাছে দোয়া চেয়ে বলেন,  মাওলানা মোস্তফা আজাদ বাংলাদেশের একজন প্রবীণ ও বিজ্ঞ আলেম।ইসলামি ধারার সুসাহিত্যিক। তিনি বহুমুখী কর্মতৎপরতার মাধ্যমে দীনের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আল্লাহ তাকে সুস্থতা দান করে দীনী কাজের এ ধারা অব্যাহত রাখুন।

উল্লেখ্য, মাওলানা শামছুদ্দীন কাসেমী রহ. এর ইন্তেকালের পর ১৯৯৬ সাল থেকে অদ্যাবধি মাওলানা মোস্তফা আজাদ  রাজধানীর ঐতিহ্যবাহী জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের মুহতামিমের দায়িত্বে আছেন।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ