শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
তাওয়াফের সময় কুরআন তিলাওয়াত করা যাবে? ক্ষুধা-অপুষ্টিতে ৫১ শিশুর মৃত্যু, হামলায় প্রাণহানি আরও ৭০ দারুল মাআরিফের নতুন মহাপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল কামিল পরীক্ষায় বসেছেন ৪৩ হাজার শিক্ষার্থী ‘মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো’ ‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস

উগ্রবাদীদের জিহাদি বলে মিডিয়া পুরস্কৃত করছে : জাপানে ফরীদ মাসঊদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার


Masudআওয়ার ইসলাম :
মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, উগ্রবাদীদের কোনো ধর্ম নেই । রাজনৈতিক ও ব্যক্তি স্বার্থের জন্য ইসলামকে নিজের মতো ব্যাখ্যা করে ফায়দা লুটছে তারা। জাপানে এক কর্মশালায় অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।

এশিয়ার সাত দেশের প্রতিনিধি ও জাতিসংঘের সংস্থা ইউএনডিপির অংশগ্রহণে বৃহস্পতিবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘এশিয়ায় সন্ত্রাস ও উগ্রবাদ দমন’ বিষয়ক কর্মশালায় তিনি অংশগ্রহণ করেন।

তিনি আরও বলেন, “জিহাদ পবিত্র শব্দ। কুরআনে যে জিহাদের কথা বলা হয়েছে তার সঙ্গে উগ্রবাদীদের সম্পর্ক নেই। বরং গণমাধ্যমে তাদের জিহাদি উল্লেখ করে পুরস্কৃত করা হচ্ছে।”

 মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ বলেন, “জিহাদ তাকে বলে, যা আল্লাহর দেওয়া কুরআনের যুক্তি-তর্ক উপস্থাপন করে নিজের নফসের (আত্মার) সাথে যুদ্ধ করে। খারাপ কাজ থেকে দূরে রাখে।”

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ইসলামের সঠিক জ্ঞানের অভাবে জঙ্গিবাদের মতো বিষ বিশ্বব্যাপী ছড়াচ্ছে। ধর্মকে নিজের সম্পদ ভেবে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। আর তার পিছনে রয়েছে ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ।”

বুধবার টোকিওতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক জঙ্গি ও অপরাধ দমন বিভাগের আয়োজনে শুরু হওয়া এই কর্মশালায় বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপিন্স ও মিয়ানমারের ধর্মীয় নেতা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন। কর্মশালায় বাংলাদেশ থেকে মাওলানা ফরিদ উদ্দিন মাসউদকে অতিথি বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়।

দ্বিতীয় দিনে সকাল ৯টা থেকে সন্ধ্যা অবধি চলা কর্মশালায় প্রায় ঘণ্টাব্যাপী বক্তব্য দেন মাওলানা মাসউদ।কর্মশালায় মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ জঙ্গিবাদ দমনে চারটি প্রস্তাব তুলে ধরেন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ