শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
যা আছে হেফাজতের ঘোষণাপত্রে শাপলার প্রতিটি হত্যায় হাসিনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত: মাহমুদুর রহমান নারী কমিশন ইস্যুতে সরকারকে কড়া বার্তা হেফাজতের ভারতে ভয়াবহ হামলা চালাতে পারে পাকিস্তান  তাঁকে মনে করতাম বাংলাদেশের আলী মিয়া নদভী ‘হেফাজতে ইসলাম নারী বিদ্বেষী নয়, নারী অধিকারে বিশ্বাসী’ আলেম-উলামার মতামত ছাড়া কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন হবে না: এনায়েতুল্লাহ আব্বাসী আলমডাঙ্গায় 'ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহ) : জীবন ও কর্ম' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নারী কমিশনের কিছু সুপারিশ মোটেও সমর্থনযোগ্য নয়: জামায়াত আমির নারী বিষয়ক প্রস্তাবনা বাতিল করতে হবে : হাবিবুল্লাহ মিয়াজি

ঈদে ঢাকা-রাজশাহী রুটে বিশেষ ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঈদে যাত্রী ভোগান্তি কমাতে ঢাকা-রাজশাহী রুটে চলাচল করবে একটি বিশেষ ট্রেন। বৃহস্পতিবার (২২ জুন) থেকে ঈদ স্পেশাল নামের এ ট্রেনটি চলবে। বর্তমানে এ রুটে পদ্মা, সিল্কসিটি ও ধূমকেতু এক্সপ্রেস নামে তিনটি ট্রেন চলাচল করছে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন-মাস্টার ময়েন উদ্দিন সাংবাদিকদের নিশ্চিত করেছেন। ময়েন উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার থেকে বিশেষ ট্রেনটি ঈদের আগের দিন পর্যন্ত চলাচল করবে। এছাড়া ঈদের পরদিন থেকে আবার পরবর্তী সাতদিন চলাচল করবে। দুটি এসি বগিসহ এ ট্রেনে ১১টি বগি রয়েছে। ট্রেনটি প্রতিদিন দুপুর দেড়টায় ঈদ স্পেশাল-৪ নামে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। আবার ঈদ স্পেশাল-৩ নামে প্রতিদিন রাত ৯টা ২৫ মিনিটে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করবে।’

তিনি আরও বলেন, ‘এ রুটের আগের সব ট্রেন নিয়মিত সময়সূচিতেই চলবে। ঈদ উপলক্ষে বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ও কমিউটার ট্রেনের কোনও অফ-ডে থাকবে না। তবে ঈদের আগের দিন রাজশাহী-ঢাকা রুটের ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি চলাচল করবে না।’

ময়েন উদ্দিন জানান, ঈদ উপলক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। রাজশাহী-ঢাকা রুটের বাড়তি একটি ট্রেনের কারণে ঈদের পর কর্মক্ষেত্রে ফেরা মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে।

এদিকে, যাত্রী হয়রানি বন্ধে রেল পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি কাজ করছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। বুধবার বেলা ১২টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যায়।

এ ব্যাপারে ময়েন উদ্দিন বলেন, ‘ট্রেনের টিকিট বিক্রিতে যাতে কোনও ধরনের সমস্যা না হয় তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। এছাড়া সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।’

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ