বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি পল্টনে কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন পরিবারের ১০ সদস্য হারিয়ে বললেন- ‘আমিও যদি সুখী কাফেলায় শরিক হতাম!’

ধর্ষণ বাড়ছেই; একমাসে শিকার ৩৩২ নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্ষণের মাত্রা দিনদিন বেড়েই যাচ্ছে। কোনোভাবেই আটকে রাখা যাচ্ছে না এর লাগাম। বাংলাদেশে গত এপ্রিল মাসে ৩৩২ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। মার্চে এ সংখ্যা ছিল ৩২৪।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো গোয়েন্দা সংস্থা এনএসআই’র মাসিক আইন-শৃঙ্খলা প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিবেদনে দেখা যাচ্ছে, দিন দিন বেড়েই চলছে ধর্ষণ কিংবা নারী নির্যাতনের ঘটনা। বিশ্লেষকরা বলছেন, ধর্ষণ বন্ধে আইনের বাস্তবায়ন সুনিশ্চিত করার সঙ্গে রাজনৈতিক অঙ্গীকারও বাস্তবায়ন করতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হচ্ছে, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ যাতে বৃদ্ধি না পায় সেজন্য কঠোর আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে ইভটিজিং প্রতিরোধ আন্দোলনের ন্যায় বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনগণের সম্পৃক্ততার মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তবে এসবের বিকল্প কথা বার্তাও উঠে আসছে আজকাল। ইভটিজিংয়ের প্রতিবাদ বা এর বিপক্ষে সচেতনতার কাজ কম হয়নি কিন্তু তাতে লাভের গুড় পিঁপড়ের মতো খেয়ে গেছে ইভটিজাররাই। দিন দিন সে চিত্রই স্পষ্ট হয়ে উঠছে।

রাজধানীর অভিজাত এলাকা বনানীসহ বিভিন্ন এলাকায় একের পর এক নারী ধর্ষণের শিকার হচ্ছেন নারীরা। বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের ঘটনার রেশ না কাটতেই বনানীতে ‘জন্মদিনের দাওয়াতে’ ডেকে নিয়ে গত মঙ্গলবার রাতে আরও এক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটল। অথচ রেইন্ট্রির ধর্ষণকাণ্ডের পর আলোচনা সমালোচনা কম হয়নি। এরপরও নারীরা কেন ধর্ষণের শিকার হচ্ছে অবলিলায়। গভীর ভাবনার দাবি রাখে বিষয়গুলো।

ভারতে জাতিগত নিপীড়ন বন্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি হেফাজতের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ