বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি পল্টনে কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন পরিবারের ১০ সদস্য হারিয়ে বললেন- ‘আমিও যদি সুখী কাফেলায় শরিক হতাম!’

ভারতে জাতিগত নিপীড়ন বন্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি হেফাজতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতে গো-রক্ষার নামে উগ্র হিন্দু কর্তৃক সে দেশের সংখ্যালঘু মুসলমানের উপর ধারাবাহিক নির্যাতন, হত্যার ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী।

তিনি ভারতের সংখ্যালঘু মুসলমানদের রক্ষার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখার আহবান জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ সরকারের প্রতিও আহবান জানিয়ে বলেছেন, সরকার যেন প্রতিবেশী দেশটিতে জাতিগত মুসলিম নিধন বন্ধে ভারত সরকারকে নিজেদের উদ্বেগের কথা জানিয়ে তাগিদ দেয়।

আজ (৬ জুলাই) বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতি তিনি এ কথা বলেন।

ফরহাদ মজহারকে উদ্ধার করায় প্রধানমন্ত্রীকে হেফাজতের ধন্যবাদ

তিনি বলেন, ২০১৪’র নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি’র দুইটা শ্লোগান ছিলো- Vote for Modi, give life to the cow অর্থাৎ- মোদিকে ভোট দিয়ে গরুকে জীবন দিন এবং The cow will be saved, the country will be saved অর্থাৎ ‘গরু বাঁচলে দেশ বাঁচবে’।

যদিও ভারত অন্যতম প্রধাণ গরুর মাংস রপ্তানিকারক দেশ। তারা পৃথিবীর মোট গরুর মাংসের ২৫% চাহিদা পুরণ করে এবং বছরে চার বিলিয়ন ডলার আয় করে। অথচ হিন্দু সমাজের বাইরে অহিন্দুদের জন্য সবচেয়ে সস্তা প্রোটিনের উৎস গরুর গোস্ত নিষিদ্ধ করে মানুষের খাদ্যাভ্যাসকেও নিয়ন্ত্রণ করতে চাইছে ভারত সরকার।

আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, আমরা ভারতের সাম্প্রতিক গোরক্ষার রাজনীতিতে গভীরভাবে উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। আন্তর্জাতিক সম্প্রদায়কে গো-রক্ষার নামে চলতে থাকা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে নিরপেক্ষ তদন্ত করে ভারতীয় রাজনীতির সহিংসতা থেকে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়কে হিন্দুত্ববাদিদের জাতিগত নিপীড়ন থেকে রক্ষা করার জন্য আমরা উদাত্ত আহবান জানাচ্ছি। পাশাপাশি আমরা এটাও চাই যে, ঘনিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যালঘু মুসলমানদের রক্ষায় ভারত সরকারকে বাংলাদেশ সরকার যেন নিজেদের গভীর উদ্বেগের কথা জানিয়ে গো-রক্ষার নামে জাতিগত মুসলিম নির্যাতন ও হত্যা বন্ধে জোর তাগিদ দেয়।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ