বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি পল্টনে কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন পরিবারের ১০ সদস্য হারিয়ে বললেন- ‘আমিও যদি সুখী কাফেলায় শরিক হতাম!’

অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া দেশের রাজনৈতিক সংকট কাটবে না; খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সব দলের অংশগ্রহনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া দেশের রাজনৈতিক সংকটের সমাধান হবে না। আর গ্রহনযোগ্য নির্বাচনের জন্যে নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। কারণ অতীতের অভিজ্ঞতা বলছে দলীয় সরকারের অধিনে এখানে নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচক সম্ভব নয়। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে  খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আর সুষ্ঠু নির্বাচনের জন্যে রাজনৈতিক দমন নিপিড়ন বন্ধ করে সব দলের জন্যে লেবেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করতে হবে। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও শক্তিশালী হতে হবে।

গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় কেন্দ্রীয় কার্যালয়ে মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে মাওলানা সৈয়দ মজিবর রহমান, মাওলানা সাখাওয়াত হোসাইন, অধ্যাপক মোহাম্মদ খালেকুজ্জামান, যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, মুহাম্মদ মুনতাসির আলী, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মুক্তিযোদ্ধা শফিউল আলম, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল হালিম, এডভোকেট মো. মিজানুর রহমান, মাওলানা নোমান মাযহারী, অধ্যাপক মো. আবদুল জলিল, মাওলানা তোফাজ্জল হোসনে, মাওলানা আজিজুল হক প্রমুখ।

বৈঠকে ভারতের বিভিন্ন রাজ্যে গো-রক্ষার নামে হিন্দু উগ্রবাদীদের দ্বারা ধারাবাহিকভাবে মুসলিমদের হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ভারতে সংখ্যালঘু মুসলমানদের উপর পরিচালিত পশুবাদী সন্ত্রাসীদের ঘৃন্য আক্রমণ ও হত্যাকান্ড বন্ধ করার দাবী জানান হয়।

এ ছাড়া বৈঠকে দেশের পাঠ্যপুস্তক ও পাঠ্যসূচী নিয়ে পরগাছা বুদ্ধিজজীবীদের নাস্তিক্যবাদী ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, পাঠ্যপুস্তক ও সিলেবাসে এ দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের চেতনা বিরোধী কোন বিষয় অন্তর্ভূক্ত করা হলে দেশবাসী তার বিরুদ্ধে আরাবো তীব্র আন্দোলন গড়ে তুলবে।

-এজেড

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ