বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

টেস্ট ম্যাচে এই প্রথম অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ম্যাচে জয় পেল বাংলাদেশ। ঢাকার মিরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়েছে বাংলাদেশ।

গতকাল তৃতীয় দিনের খেলা শেষে মনে হচ্ছিল অস্ট্রেলিয়া হয়তো এ টেস্ট ম্যাচ সহজে জিততে পারে। চতুর্থ দিনের শুরুতে ভালোই শুরু করেছিল অস্ট্রেলিয়া।

গতকাল দুই উইকেটে ২৮ রান নিয়ে শেষ করার পর আজ ডেভিড ওয়ার্ণার এবং স্টিভ স্মিথের জুটি ১৩০ রান করে। এ জুটির খেলা দেখে মনে হচ্ছিল সহজে জিততে যাচ্ছে অস্ট্রেলিয়া।

কিন্তু বল হাতে বাংলাদেশের সাকিব আল হাসানের একের পর আঘাতে বিপর্যস্ত হয়ে পড়ে অস্ট্রেলিয়া।

সাকিব আল হাসান পাঁচ উইকেট তুলে নেন। ডেভিড ওয়ার্ণারকে ফিরিয়ে দেবার পর হুড়মুড় করে ভেঙ্গে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। ৪২ রানের মধ্যেই ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচে জয় পেলো বাংলাদেশ। চতুর্থ দিনে সাকিব আল হাসানের পাঁচ উইকেট ছাড়াও তাইজুল ইসলাম তিনটি এবং মেহেদি হাসান মিরাজ নিয়েছেন দুটি উইকেট।

তবে বাংলাদেশের সাকিব আল হাসান মন্তব্য করেছিলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ হয়তো ২-০ ব্যবধানে সিরিজ জিততে পারে।

প্রথম টেস্টে জয়ের মধ্য দিয়ে সাকিব আল হাসানের মন্তব্য অর্ধেক সত্যি বলে প্রমাণ হয়েছে। বাকি অর্ধেকের জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী টেস্ট ম্যাচের জন্য। আগামী ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ