বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ইসলামী ব্যাংকের সাড়ে ৮ কোটি শেয়ার কিনল এস আলম গ্রুপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের প্রায় সাড়ে ৮ কোটি শেয়ার কিনেছে এস আলম গ্রুপ, যার বাজারমূল্য প্রায় ২৫০ কোটি টাকা।

বিদেশি প্রতিষ্ঠান কুয়েত ফাইন্যান্স হাউসের এ শেয়ার বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে কিনে নেয় গ্রুপটি। এক্ষেত্রে ব্রোকারেজ প্রতিষ্ঠান লংকা বাংলা সিকিউরিটিজের মাধ্যমে বিক্রি হয় শেয়ার। এস আলম গ্রুপ তাদের মালিকানাধীন ব্রোকারেজ হাউস রিলায়েন্স সিকিউরিটিজের মাধ্যমে শেয়ারগুলো কিনেছে। তবে এ ব্যাপারে এস আলম গ্রুপের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সিএসই সূত্র জানায়, গত বৃহস্পতিবার কুয়েত ফাইন্যান্স হাউস তাদের মালিকানায় থাকা ইসলামী ব্যাংকের মোট ৮ কোটি ৪৫ লাখ ৬৩ হাজার ৭৮২টি শেয়ার বিক্রি করে, যা ব্যাংকের মোট শেয়ারের ৫ দশমিক ২৫ শতাংশ। ওই দিন সিএসইর মোট লেনদেন ছিল ২৯২ কোটি টাকা। এর মধ্যে ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ২৫৬ কোটি টাকা। এ লেনদেনের মধ্যে ২৫০ কোটি টাকার শেয়ার বিক্রি হয় শুধু কুয়েত ফাইন্যান্স হাউসের, যা এককভাবে কিনে নেয় এস আলম গ্রুপ।

নিয়মানুসারে কোনো কোম্পানির উদ্যোক্তা পরিচালক নিজ কোম্পানির শেয়ার বিক্রি করতে চাইলে ৩০ কার্যদিবস আগে স্টক এক্সচেঞ্জে ঘোষণা দিতে হয়। তবে কুয়েত ফাইন্যান্স হাউস উদ্যোক্তা বা পরিচালক না হওয়ায় এ শেয়ার বিক্রির আগাম ঘোষণা দেয়ার প্রয়োজন ছিল না।

এদিকে কুয়েত ফাইন্যান্স হাউস সব শেয়ার বিক্রি করলেও ইসলামী ব্যাংকে এখনও কুয়েত সরকারের আরেক প্রতিষ্ঠান দ্য পাবলিক ইন্সটিটিউট ফর সোস্যাল সিকিউরিটির নামে ১০ কোটি ৪০ লাখ ৪৪ হাজার ৯৪১ শেয়ার রয়েছে, যা ইসলামী ব্যাংকের মোট শেয়ারের প্রায় সাড়ে ছয় শতাংশ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ