শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
যারা পালিয়ে গেছে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই: হাসনাত আবদুল্লাহ গাজায় কমপক্ষে ৩১ ফিলিস্তিনি শহীদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ‘পরিস্থিতি বিপর্যয়কর’ হজ পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ: ধর্ম মন্ত্রণালয় নিজের অজান্তেই ক্যামেরায় ধরা পড়ে পেহেলগামে জঙ্গি হামলার ভয়ঙ্কর দৃশ্য জুমার দিন যে আট আমল করবেন পাকিস্তানের ধাওয়ায় ভারতের বিমান বাহিনীর উপপ্রধানের চাকরি গেল আগামীকালের মহাসমাবেশে ট্রাফিক ও গাড়ি পার্কিং নির্দেশনা র-এর নথি ফাঁস! কাশ্মীর হামলায় ভারতের গোয়েন্দা সংস্থা জড়িত ভারতে স্কুলের খাবারে সাপ, অসুস্থ শতাধিক শিশু ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হাজারের বেশি মাদ্রাসা বন্ধ ঘোষণা

সহজেই চাকরি খুঁজে দেবে গুগল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  অনেকেই গতানুগতিক পদ্ধতিতে চাকরি খুঁজতে খুঁজতে পেরেশান। চাকরী খোঁজাখুঁজির প্রক্রিয়াটি সহজ করতে নতুন কয়েকটি সুবিধা চালু করল সার্চ জায়ান্ট গুগল। গত বুধবার নভেম্বর চাকরি খোঁজার একটি নতুন টুল বা অ্যাপ ছাড়ার ঘোষণা দেয় গুগল।

নতুন পদ্ধতিতে গুগল ব্যবহার করে কেউ চাকরি খুঁজলে সার্চ রেজাল্টগুলোর নিচেই কোন চাকরির বেতন কত তা জানিয়ে দেওয়া হবে।

এর ফলে আর গুগলের দেখানো লিংকে ক্লিক করে ওই চাকরির বিজ্ঞাপনের খুঁটিনাটি দেখতে হবে না। শুরুতেই আপনি জেনে যাবেন ওই চাকরিতে আপনাকে প্রত্যাশা অনুযায়ী বেতন দেওয়া হবে কিনা।

একটি পোস্টে জানানো হয়েছে, চাকরির বিজ্ঞাপনে বেতনের পরিমাণ উল্লেখ করাটা বিশেষ গুরুত্বপূর্ণ। তা সত্ত্বেও, বর্তমানে আমেরিকার ৮৫ ভাগ চাকরির বিজ্ঞাপনে বেতনের পরিমাণ উল্লেখ করা থাকে না। সারা পৃথিবীজুড়েই এই প্রবণতাটি লক্ষ্যণীয়।

এই সমস্যা দূর করার জন্য গুগল কোনো একটি পদের নাম, চাকরির স্থান, নিয়োগদাতা এবং চাকরীজীবীদের ইতিহাস বিশ্লেষণ করবে। সেই তথ্য বিশ্লেষণ করে আপনি যে এলাকায় চাকরি করতে চান, সেখানে ওই কাজের জন্য কত বেতন দেওয়া হতে পারে তা আপনাকে জানিয়ে দেবে।

এই কাজের জন্য গুগল গ্লাসডোর, পে স্কেল, লিঙ্কড ইন ও আরও কয়েকটি ওয়েবসাইটের তথ্য বিশ্লেষণ করবে।

যেসব চাকরির বিজ্ঞাপনে বেতনের পরিমাণ উল্লেখ করা থাকবে না, সেগুলোর ক্ষেত্রেও সার্চ ইঞ্জিনটি ওই কাজের জন্য সাধারণত কত বেতন দেওয়া হয় তা দেখাবে। এর ফলে চাকরি প্রার্থী ওই প্রতিষ্ঠানের বেতন ও প্রচলিত বেতনের মধ্যে তুলনা করতে পারবেন।

কোনো চাকরির জন্য তাৎক্ষণিকভাবে আবেদন না করলেও সেই বিজ্ঞাপনের লিংক সেভ করে রাখা যাবে। এর ফলে পরে ইচ্ছা করলে আপনি ওই চাকরির জন্য আবেদন করতে পারবেন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ