সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
শাপলা গণহত্যার দ্রুত বিচার নিশ্চিতের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ধর্ম উপদেষ্টার সঙ্গে হাইআতুল উলয়ার প্রতিনিধি দলের সাক্ষাৎ লাল কেল্লার মালিকানা চেয়ে মোগল সম্রাটের ‘বংশধরের’ দাবি খারিজ ‘জুলাই অভ্যুত্থানের সেনানীদের ভীত-সন্ত্রস্ত করার হীন অপচেষ্টা রুখে দিতে হবে’ শাপলায় শহীদদের স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশের দাবি ভারত-পাকিস্তান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক আজ ৫ই মে ঐতিহাসিক গণহত্যা দিবস: আমাদের চোখ খুলবে কবে? স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ ‘২৫ মার্চের কালরাতকেও হার মানিয়েছে শাপলা চত্বরের গণহত্যা’ কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সুরা আসরের আলোকে মুসলমানদের সংগঠিত হতে হবে: শায়খ নাসির বিল্লাহ মক্কী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র মক্কা থেকে আগত আওলাদে রাসুল সা. শায়খ নাসির বিল্লাহ মক্কী বলেছেন, মুসলিম বিশ্বকে এক কালিমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে৷ এ ছাড়া ব্যবসা, অর্থ বিত্ত, রাজনিতী মুসলিম বিশ্বকে এক করতে পারবে না৷ তাই মুসলমানদের কুরআনের বাণী অনুসরণ করতে হবে৷

আজ ৩ ডিসেম্বর বাদ আসর সাভার জাতীয় অন্ধ সংস্থা মসজিদ প্রাঙ্গনে সাভার উপজেলা উলামা পরিষদের পৌরসভার ৭নং ওয়ার্ড আয়োজিত ইসালাহী মাহফিলে তিনি এ কথা বলেন।

তিনি সুরা আসরের তাফসীর করে বলেন, এখানে মহান আল্লাহ যে চারটি আমলের কথা বলেছেন এটা অনুসরণ না করলে শুধু কাফিররা নয় মুসলমানরাও ক্ষতিগ্রস্থ হবে৷ তাই সুরা আসরের আলোকে মুসলমানদেরকে সংগঠিত হতে হবে৷

তিনি বলেন, রাসুল সা. এর বংশধর ও আরবদের প্রতি আপনাদের ভালবাসা আমাকে বিমুগ্ধ করেছে৷ আপ্লুত করেছে৷ এই ভালবাসাই প্রমাণ বহন করে যে বাংলার মানুষের ঈমান অটুট আছে৷

সাভার উপজেলা উলামা পরিষদের আহবায়ক পীরে কামেল আল্লামা ইউসুফ সাদিক হক্কানির সভাপতিত্বে ও মাওলানা সাদিকুর রহমানের সঞ্চালনায় আল্লামা শায়খ নাসির বিল্লাহ মক্কীর শানে মান পত্র পাঠ করেন পরিষদের ৭নং ওয়ার্ড সভাপতি মুফতি মাহফুজ হায়দার কাসেমী৷

উপস্থিত ছিলেন সদস্য সচিব মাওলানা আলী আযম, মুফতি সুলতান মাহমুদ, মুফতি আলী আকরাম, মুফতি কাওসার হুসাইন, মুফতি আ. আজীজসহ পরিষদ নেতৃবৃন্দ৷

মাহফিল স্থলে পৌঁছলে শায়েখকে লাল গালিচা সংবর্ধনা প্রদান করা হয় ও ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়৷


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ