সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ধর্ম উপদেষ্টার সঙ্গে হাইআতুল উলয়ার প্রতিনিধি দলের সাক্ষাৎ লাল কেল্লার মালিকানা চেয়ে মোগল সম্রাটের ‘বংশধরের’ দাবি খারিজ ‘জুলাই অভ্যুত্থানের সেনানীদের ভীত-সন্ত্রস্ত করার হীন অপচেষ্টা রুখে দিতে হবে’ শাপলায় শহীদদের স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশের দাবি ভারত-পাকিস্তান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক আজ ৫ই মে ঐতিহাসিক গণহত্যা দিবস: আমাদের চোখ খুলবে কবে? স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ ‘২৫ মার্চের কালরাতকেও হার মানিয়েছে শাপলা চত্বরের গণহত্যা’ কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে : স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন

রসিক নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার  ইসলাম:  ইতোমধ্যেই  রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।

আজ সোমবার প্রতীক বরাদ্দ পাচ্ছেন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে এ সিটি কর্পোরেশন নির্বাচনে।

এ পর্যন্ত মেয়র পদে ৭ জনসহ সাধারণ কাউন্সিলর পদে ২১১ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি কর্পোরেশন নির্বাচন রিটার্নিং অফিসসূত্রে এ তথ্য জানা গেছে।

মেয়র পদে শেষ পর্যন্ত জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী হুসেইন মকবুল শাহরিয়ার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩০৬ জন, ১১টি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা প্রার্থী ৬৭ ও ১৩ মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন।

মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর ২১১ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬৫ প্রার্থী নির্বাচনী লড়াইয়ে মাঠে থাকছেন।

মেয়র পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা হলেন- আওয়ামী লীগের সরফুদ্দিন আহমেদ ঝন্টু, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হুসেইন মকবুল শাহরিয়ার, বিএনপির কাওসার জামান বাবলা, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এটিএম গোলাম মোস্তফা, বাসদের আব্দুল কুদ্দুস ও ন্যাশনাল পিপলস পার্টির মো. সেলিম আকতার।

এই  নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ ডিসেম্বর।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ