সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
শাপলা গণহত্যার দ্রুত বিচার নিশ্চিতের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ধর্ম উপদেষ্টার সঙ্গে হাইআতুল উলয়ার প্রতিনিধি দলের সাক্ষাৎ লাল কেল্লার মালিকানা চেয়ে মোগল সম্রাটের ‘বংশধরের’ দাবি খারিজ ‘জুলাই অভ্যুত্থানের সেনানীদের ভীত-সন্ত্রস্ত করার হীন অপচেষ্টা রুখে দিতে হবে’ শাপলায় শহীদদের স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশের দাবি ভারত-পাকিস্তান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক আজ ৫ই মে ঐতিহাসিক গণহত্যা দিবস: আমাদের চোখ খুলবে কবে? স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ ‘২৫ মার্চের কালরাতকেও হার মানিয়েছে শাপলা চত্বরের গণহত্যা’ কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ছেলেকে হত্যার পর বাবার আত্মহত্যা চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রতিবন্ধী ছেলে রিয়াদ হোসেনকে (৫) গলাকেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন বাবা হাবিবুর রহমান (৪২)। এ ঘটনায় আহত হাবিবুর রহমানকে গুরুতর অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে। খবর বিডি প্রতিদিন।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল খায়ের জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাকতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের কৃষক হাবিবুর রহমান তার প্রতিবন্ধী ছেলেকে গলাকেটে হত্যা করে। ছেলে হত্যার পর হাবিবুর নিজেও আত্মহত্যার চেষ্টা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আর বাবা হাবিবুর রহমানকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর পাঠানো হয়।

ওসি আরও জানান, কয়েকদিন আগে কৃষক হাবিবুর রহমান ও তার স্ত্রী লাকী আক্তার মধ্যে বাগবিতাণ্ডা হলে লাকী আক্তার তার বাবার বাড়ি চলে যায় ছেলে রেখে। সন্তান পালনে সমস্যা হওয়ায় এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ