সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
শাপলা গণহত্যার দ্রুত বিচার নিশ্চিতের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ধর্ম উপদেষ্টার সঙ্গে হাইআতুল উলয়ার প্রতিনিধি দলের সাক্ষাৎ লাল কেল্লার মালিকানা চেয়ে মোগল সম্রাটের ‘বংশধরের’ দাবি খারিজ ‘জুলাই অভ্যুত্থানের সেনানীদের ভীত-সন্ত্রস্ত করার হীন অপচেষ্টা রুখে দিতে হবে’ শাপলায় শহীদদের স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশের দাবি ভারত-পাকিস্তান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক আজ ৫ই মে ঐতিহাসিক গণহত্যা দিবস: আমাদের চোখ খুলবে কবে? স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ ‘২৫ মার্চের কালরাতকেও হার মানিয়েছে শাপলা চত্বরের গণহত্যা’ কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সমগ্র মুসলিম বিশ্ব আজ অহঙ্কার ব্যাধিতে আক্রান্ত: খালেদ সাইফুল্লাহ আয়ূবী 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ মোশাররফ,চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর জেলার প্রসিদ্ধ দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া ইসলামিয়া আহমাদিয়া কচুয়া মাদরাসার দুইদিন ব্যাপী বার্ষিক মাহফীলের ২য় দিন বিশেষ অতিথী হিসেবে বয়ান করেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আয়ূবী।

তিনি তার বয়ানে অহঙ্কার সম্পর্কে আলোচনা করে বলেন, মানুষের অন্তরে খুবই সূক্ষ্মভাবে ব্যাধি তৈরী হয়। যা পরবর্তিতে বিরাট সমস্যা সৃষ্টি করে। যেমন, আহঙ্কার। তার সর্বশেষ ফল হয় নবী কিংবা খোদায়ী দাবী। মানুষতো ধণসম্পদ এমনকি একটি ছোট্ট অঙ্গ নিয়ে অহঙ্কার করে। সামান্যতম পোষাক নিয়েও করে।

এ ক্ষেত্রে রূহানী চিকিৎসক তথা হক্কানী ওলামায়ে কেরাম এবং পীর মাশায়েখদের সান্নিধ্য অর্জনের বিকল্প নেই। তিনি আরো বলেন, সমগ্র মুসলিম বিশ্বে এ রোগ মহামারী আকার ধারণ করেছে। যা শুধু অনৈক্যই সৃষ্টি করে যাচ্ছে। যার প্রকৃষ্ট উদাহরণ হলো চলমান সৌদি-কাতার দ্বন্দ। এ সমস্যা থেকে বেরিয়ে আসতে পারলে আমরা আবারো ঐক্যের সুমিষ্টফল ভোগ করতে পারবো।

মাহফীলে বাদ মাগরীব বয়ান করেন, প্রখ্যাত ওয়ায়েজ বিশিষ্ট আলেমে দ্বীন মুফতী মুস্তাকুন্নবী সাহেব দা.বা.। তিনি তার বয়ানে যিকির সম্পর্কে তাৎপর্যপূর্ণ নসীহত পেশ করেন।

আরো নসীহত পেশ করেন, জামিয়া নূরিয়া টঙ্গির মুহাদ্দীস মাওলানা নজির আহমাদ সাহেব।

শেষদিন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলেও শ্রোতাদের স্থিরতা ও অবিচলতায় এটি হয়ে উঠে একটি সফল এবং স্বার্থক মাহফীল।

মাহফীলে উপস্থিত ছিলেন জনাব খোরশেদ আলম, নাঈম জদ্দা কোম্পানী, সাবেক পৌর মেয়র হুমায়ুন কবির প্রধানসহ প্রমুখ ব্যাক্তিবর্গ।

সর্বশেষ প্রধান অতিথী উজানীর পীর মাওলানা আশেক এলাহী সাহেব দা.বা. এর সংক্ষিপ্ত নসীহত ও আখেরী মুনাজাতের মাধ্যমে মাহফীলের সমাপ্তি হয়।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ