সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
শাপলা গণহত্যার দ্রুত বিচার নিশ্চিতের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ধর্ম উপদেষ্টার সঙ্গে হাইআতুল উলয়ার প্রতিনিধি দলের সাক্ষাৎ লাল কেল্লার মালিকানা চেয়ে মোগল সম্রাটের ‘বংশধরের’ দাবি খারিজ ‘জুলাই অভ্যুত্থানের সেনানীদের ভীত-সন্ত্রস্ত করার হীন অপচেষ্টা রুখে দিতে হবে’ শাপলায় শহীদদের স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশের দাবি ভারত-পাকিস্তান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক আজ ৫ই মে ঐতিহাসিক গণহত্যা দিবস: আমাদের চোখ খুলবে কবে? স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ ‘২৫ মার্চের কালরাতকেও হার মানিয়েছে শাপলা চত্বরের গণহত্যা’ কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মুসলিম নারী শিক্ষা উন্নয়নে বেগম রোকেয়া বাঙালি নারীদের প্রেরণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দারুল আজহার ফাউন্ডেশনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট ক্যাম্পাসের প্রিন্সিপাল বিশিষ্ট শিক্ষা ও সংস্কৃতি ব্যক্তিত্ব প্রিন্সিপাল হাফিজ মাওলানা মনজুরে মাওলা বলেছেন, মুসলিম নারী শিক্ষা উন্নয়নে বেগম রোকেয়া ছিলেন বাঙালি নারীদের প্রেরণা।

তিনি বলেন, বেগম রোকেয়ার অবরোধ প্রথার বিরোধী আন্দোলন মানে এই নয় যে, ইসলামি অনুশাসনের বাইরে গিয়ে পর্দা প্রথার বিরুদ্ধাচরণ করা। বরং তার আন্দোলন ছিল ইসলামি অনুশাসনের মধ্যে থেকেও যাতে নারীরা শিক্ষা লাভের অধিকার পায়।

রোববার দুপুরে সিলেট নগরীর শাহজালাল উপশহরস্থ সিলেটে  দারুল আজহার মডেল মাদরাসায় বেগম রোকেয়া স্মরণে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদরাসার ভাইস প্রিন্সিপাল বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসানের সভাপতিত্বে মহিলা সমাবেশে বক্তব্য রাখেন ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক ও সংস্কৃতি পরিচালক হাফিজ মাওলানা শাহিদ হাতিমী, জয়নব সুলতানা, উম্মে সাওদা, কুলসুমা জসিম নাজমা বেগম, হামিদা আক্তার, রহিমা বেগম, জামিলা বেগম, রমনা বেগম সোমা বেগম, খালেদা ইয়াসিমন, পারভীন আক্তার প্রমুখ।

সভাপতির বক্তব্যে হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসান বলেন, বেগম রোকেয়ার সাহিত্যকর্মে ফুটে উঠেছে সমাজের কুসংস্কার, অবরোধ প্রথার কুফল, নারীদের প্রতি সামাজিক অবমাননা, নারীর অধিকার। নারীশিক্ষার পক্ষে তার নিজস্ব মতামত, বাল্যবিবাহ প্রথার বিরুদ্ধে তার প্রতিবাদও বাদ যায়নি তার লেখনীতে। তার রচনায় ফুটে উঠেছে এক প্রতিকূল সমাজব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ের খণ্ড চিত্র।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ