শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
যারা পালিয়ে গেছে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই: হাসনাত আবদুল্লাহ গাজায় কমপক্ষে ৩১ ফিলিস্তিনি শহীদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ‘পরিস্থিতি বিপর্যয়কর’ পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ: ধর্ম মন্ত্রণালয় নিজের অজান্তেই ক্যামেরায় ধরা পড়ে পেহেলগামে জঙ্গি হামলার ভয়ঙ্কর দৃশ্য জুমার দিন যে আট আমল করবেন পাকিস্তানের ধাওয়ায় ভারতের বিমান বাহিনীর উপপ্রধানের চাকরি গেল আগামীকালের মহাসমাবেশে ট্রাফিক ও গাড়ি পার্কিং নির্দেশনা র-এর নথি ফাঁস! কাশ্মীর হামলায় ভারতের গোয়েন্দা সংস্থা জড়িত ভারতে স্কুলের খাবারে সাপ, অসুস্থ শতাধিক শিশু ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হাজারের বেশি মাদ্রাসা বন্ধ ঘোষণা

আল্লামা কাসেমীর সুস্থতায় রোজা রাখলেন ৩৫০ ছাত্র শিক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ: দেশের শীর্ষ আলেমে দীন জামিয়া মাদানিয়া বারিধারার প্রিন্সিপাল ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর সুস্থতা কামনায় রোজা রেখে বিশেষ দুআ অনুষ্ঠান করেছেন প্রায় ৩৫০ জন ছাত্র শিক্ষক।

আজ সোমবার জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া দক্ষিণখান ঢাকাে'র সব ছাত্র শিক্ষক রোজা রাখেন এবং ইফতারপূর্ব বিশেষ মুনাজাত করেন।

আল্লামা নূর হোসাইন কাসেমী অসুস্থ হয়ে গত ১৬ জানুয়ারি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশের এই শীর্ষ আলেমের সুস্থতা কামনায় দেশে-বিদেশে বিভিন্ন স্থানে দোয়া মাহফিল হচ্ছে।

জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া দক্ষিণ খান ঢাকা'র শিক্ষা সচিব মাওলানা শফীকুর রহমান আওয়ার ইসলামকে বলেন, গতকাল বাদ এশা জামিয়া মুহাম্মাদিয়া দক্ষিনখান ঢাকার প্রিন্সিপাল আল্লামা কাসেমীর ছাত্র মাওলানা আবদুস সাত্তারসহ পরামর্শ করে আসাতিযায়ে কেরামগণ সিদ্ধান্ত নেন জামিয়া মুহাম্মাদিয়া দক্ষিনখান ঢাকার প্রধান উপদেষ্টা শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমীর আশু রোগ মুক্তির জন্যে রোজা রাখা হবে।

মুফতী মনসূরুল হকের সব বয়ান কিতাব ও মালফুজাত একসঙ্গে পেতে ইনস্টল করুন অ্যাপটি

তিনি বলেন, এশার নামাজের পর আমি ছাত্রদের সামনে শায়েখের অসুস্থতা ও তার দুনিয়াবিমূখতার জিন্দেগী নিয়ে কিঞ্চিৎ আলোচনা করে সিদ্ধান্ত জানিয়ে বললাম, আমরা বড়রা আগামীকাল শায়েখের সুস্থতা কামনায় রোজা রাখব। কিন্তু শতশত মাসুম বাচ্চার থেকে আবদার এলো আমরাও হুজুরের জন্যে রোজা রাখবো।

তিনি জানান, শেষ পর্যন্ত মাদরাসার সব ছাত্র শিক্ষক আজ রোজা রাখেন এবং ইফতারের পূর্বে বিশেষ মুনাজাত করা হয়।

আল্লামা কাসেমী’র সুস্থতায় দুআ চাইলেন হেফাজত মহাসচিব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ