শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
মুসলিম সমাজের দুর্ভাগ্য অনুসারীদের নিয়ে হেফাজতের মহাসমাবেশে থাকবেন মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী মদিনায় প্রথম বাংলাদেশি হাজির মৃত্যু আগামী সাত মাস বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রেস সচিব হেফাজতের মহাসমাবেশে ছারছীনার পীরের সমর্থন মক্কায় বজ্রপাত ও শিলাবৃষ্টির সতর্কতা, হজযাত্রীদের নিয়ে শঙ্কা হার্ভার্ডের ৯২ শতাংশ মুসলিম শিক্ষার্থী নিরাপত্তাহীনতায় ভুগছেন  যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা স্থগিত যারা পালিয়ে গেছে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই: হাসনাত আবদুল্লাহ গাজায় কমপক্ষে ৩১ ফিলিস্তিনি শহীদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ‘পরিস্থিতি বিপর্যয়কর’

আপনার সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা দীর্ঘদিনের: আজহার মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আযাদী আন্দোলনের মহানায়ক শায়খুল ইসলাম আল্লামা হোসাইন আহহমদ মাদানী রহ. পৌত্র আল্লামা সৈয়দ আজহার মাদানী আজ (৮ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর সাথে সৌজন্য সাক্ষাতে করেছেন।

প্রথমে তিনি হেফাজতে ইসলামের মহাসচিব, বিশিষ্ট হাদীছ বিশারদ আল্লামা জুনায়েদ বাবুনগরীর সাথে সাক্ষাত করেন।

বাংলাদেশের জন্যে এটা তার চতুর্থ ছফর হলেও চট্টগ্রামে এই প্রথম এসেছেন তিনি। বিমান বন্দরে তাকে অভ্যর্থনা জানিয়েছেন হাটহাজারী উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দিন মুনির ও মাওলানা আনাস মাদানী।

বইমেলার সব বই  পাবেন রকমারিতে

আমীরে হেফাজতের সাথে সাক্ষাতকালে তিনি বলেন, আপনার সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা আমার দীর্ঘদিনের। বহু প্রতীক্ষিত এই আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইতোপূর্বে বাংলাদেশে আসা হলেও আপনার সাথে দেখা করার সুযোগ হয়নি। এখানে এসে আমি অন্যরকম একটা প্রশান্তি অনুভব করছি; যা আমাকে বারংবার আসার অনুপ্রেরণা যোগাচ্ছে। আমার বড়ই খোশ কিসমত যে আমি আপনার দু'আ নিতে পেরেছি। আল্লাহ তা'আলা আমাদের জন্যে আপনার ছায়াকে আরো দীর্ঘায়িত করুন।

সৈয়দ আজহার মাদানী সাধারণত আল্লামা শাহ আহমদ শফীর ছেলের বয়সী। তবুও তার প্রতি (আজহার মাদানী) হৃদ্যতা ও আন্তরিকতাপূর্ণ আলাপ প্রত্যক্ষ করা গেছে তা তার ( আহমদ শফীর) উস্তাদের পৌত্র হওয়ার সুবাদে। এটা উস্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের বহির্প্রকাশ। যেখান থেকে অনেক কিছু শেখার যায়।

উস্তাদের সৃতিচারণে তাঁর সাথে বিভিন্ন আলাপকালে আল্লামা আহমদ শফী বলেছেন, তোমার দাদা এমন ছিলেন, এমন ছিলেন। তাকে একটি ক্রেস্ট, একটি জুব্বার কাপড় ও নগদ কিছু টাকা হাদিয়া দেন।

পরিশেষে আল্লামা শাহ আহমদ শফী তাকে বলেছেন, যদি কষ্ট না হয়, স্বরণ থাকে তাহলে তোমার বাবা আরশাদ মাদানীকে আমার সালাম জানাবে।

প্রসঙ্গত: আজ ও কাল হাটহাজারীতে উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত দু'দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলনে যোগ দিতে তিনি চট্টগ্রাম এসেছেন। পাঁচ দিনের ছফর শেষে আগামী রোববার তিনি দেশে ফেরার কথা রয়েছে।

যে কোন মূল্যে ঈমানী অধিকার আদায় করা হবে : আল্লামা আহমদ শফী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ