বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি পল্টনে কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন পরিবারের ১০ সদস্য হারিয়ে বললেন- ‘আমিও যদি সুখী কাফেলায় শরিক হতাম!’

বরগুনার পীরের দাফন সম্পন্ন, দরবারের দায়িত্ব পেলেন মেঝ ছেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া গ্রামের আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুর রশিদ পীর সাহেব (৯০) এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

তিনি শুক্রবার দিবাগত রাত ৩ টা ২৫ মিনিটের সময় ইন্তেকাল করেন। মৃত্যুকালে ২ স্ত্রী, ৩ ছেলে ৬ মেয়েসহ আত্মীয়স্বজন, অনেক ভক্তবৃন্দ ও গুনগ্রাহি রেখে গেছেন। দীর্ঘ ৯ বছর আগে তিনি ব্রেন ষ্ট্রোক করে প্রায় ৮ মাস যাবত বেহুশ অবস্থায় সজ্জাশায়ি ছিলেন।

তিনি তরিকা, দরবার ও মাদরাসার যাবতীয় দায়িত্ব তার মেঝ ছেলে আলহাজ্ব মাওলানা মাহমুদুল হুসাইন ওয়ালি উল্লাহকে অর্পন করেন। পাশাপাশি সারাদেশে তরিকার দায়িত্ব পালনের জন্য আরও ১০ জনকে খেলাফত দান করেন।

একুশে বইমেলার সব বই ঘরে বসে পেতে ক্লিক করুন

আজ শনিবার বাদ আছর নামাজে জানাজা শেষে নিজ প্রতিষ্ঠিত মাদরাসা প্রাঙ্গণে তাঁকে দাফন করা হয়।

জানাজায় ইমামতি করেন তাঁর মেঝ ছেলে আলহাজ্ব মাওলানা মাহমুদুল হুসাইন ওয়ালি উাল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের সংগঠনের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, অধ্যাপক সৈয়দ খলিলুর রহমান, ডা. নওমুসলিম সিরাজুল ইসলাম, সর্বস্তরের উলামায়ে কেরাম, ইসলামী আন্দোলনের সর্বস্তরের নেতাকর্মী আওয়ামী লীগ জেলা, উপজেলা, বিএনপি নেতৃবৃন্দসহ প্রায় অর্ধ লক্ষ লোকের সমাগম ঘটে।

এছাড়াও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অসংখ্য মুরিদ ও ভক্তবৃন্দ জানাজায় শরীক হন। পীর সাহেব বরগুনার ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মী ও ভক্তসহ সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

পীর সাহেব চরমোনাই ও বিভিন্ন সংগঠনের শোক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই সংগঠনের নায়েবে আমীর আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুর রশিদ পীর সাহেব বরগুনার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে সমবেদনা জ্ঞাপন করেছেন।

আজ এক বিবৃতিতে তিনি বলেন, পীর সাহেব বরগুনা ইসলামী আন্দোলনের সাথে শুরু থেকেই সম্পৃক্ত থেকে সমন্বয়কারীর দায়িত্ব পালনে বিশেষ ভুমিকা রাখেন।

তিনি অত্যন্ত আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন। সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে সকল দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। তাঁর এই অবদান দেশবাসী আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। আল্লাহ তায়ালা তাঁর সকল নেক আমলকে কবুল করে তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যদা দান করুন, আমীন।

কেন্দ্রীয় কার্যালয়ে দোয়ার আয়োজন

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুর রশিদ পীর সাহেব বরগুনার ইন্তেকালে আজ বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়াপূর্ব আলোচনায় মরহুমের জীবনের বিভিন্ন দিক আলোচনা করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দক্ষিণ সহ-সভাপতি আলহাজ্ব আবদুর রহমান, মাওলানা আব্দুর রাজ্জাক, শ্রমিকনেতা খলিলুর রহমান, ছাত্রনেতা মুস্তাকিম বিল্লাহ, হারুনুর রশিদ, আলহাজ্ব সুলতান আহমদ খান, এইচ এম রফিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

দোয়ায় হাফেজ্জী হুজুরের বড় সাহেবজাদা ও খেলাফত আন্দোলনের সাবেক আমীরে শরীয়ত মাওলানা আহমদুল্লাহ আশরাফ, আরজাবাদ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোস্তফা আজাদসহ সকলের জন্য দোয়া করা হয়।

বরগুনার পীর মাওলানা আবদুর রশীদের ইন্তেকাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ