বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি

জৈন্তাপুরে মাদরাসা ছাত্র হত্যার ঘটনায় আলেমদের কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমদাদ ফয়েজী: জৈন্তাপুরে মাজারপন্থী সন্ত্রাসী কর্তৃক গতকাল কওমি আলেমদের উপর অতর্কিত আক্রমন ও হামলায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

আহত মাওলানা আব্দুল কাদির চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যবরণ করেছেন।

এনিয়ে মৃতের সংখ্যা ৩।

গতকাল রাতের ওই ঘটনার পর সিলেটের সর্বস্তরের উমামায়ে কেরাম করণীয় বিষয়ে আজ মঙ্গলবার বেলা এগারটায় দারুল হাদিস হরিপুর বাজার মাদরাসায় বৈঠকে মিলিত হন।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আমিনুদ্দীন দুর্লভপুরীসহ শীর্ষ উলামায়ে কেরাম।

বৈঠকে আলেম ও হাজারো জনতার উপস্থিতিতে নিম্নোক্ত কর্মসূচী ঘোষণা করা হয়।

আজ বাদ আসর সিলেট শহরের সুবহানিঘাট থেকে শান্তিপূর্ণ মিছিল ও প্রতিবাদ।

বিকাল ৩ টা থেকে হরিপুর বাজারে প্রতিবাদ সভা ও মিছিল।

হরিপুরে আসরের পর নিহত মাওলানা মুজাম্মিল হোসেনের জানাযা।

আগামীকাল বিকাল ২টা থেকে জৈন্তাপুর ইরাদেবি ময়দানে প্রতিবাদ সভা এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা।

সাবস্ক্রাইব করুন আওয়ার ইসলাম টিভি

সোমবার রাত ১২টার দিকে মাদরাসার ছাত্রদের উপর অতর্কিত হামলা চালানো হলে আহত হন মাদরাসার ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী। তারা সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়াও হামলায় হরিপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবদুস সালাম গুরুতর আহত হলে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়।

সিলেটের জৈন্তাপুরের অবস্থা থমথমে; হাসপাতালে কাতরাচ্ছেন ৩০ শিক্ষার্থী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ