বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি

দুর্নীতিবাজরা যতই ক্ষমতাবান হোক, তাদের বিচার একদিন হবেই: দুদক কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্র্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ বলেছেন, দুর্নীতি করলে জেলে যেতে হবে। দুর্নীতিবাজরা যতই ক্ষমতাবান হোক, তাদের বিচার একদিন হবেই। দুদকের মামলায় আদালতের রায়ে ইতিমধ্যে যার বিচার প্রভাবশালী দুর্নীতিবাজরা পেতে শুরু করেছে।

দুর্নীতির বিরুদ্ধে জনগণের কাছে অন্তত সেই বার্তা পৌঁছে দিতে পেরেছি। একই সাথে আমরা দেখিয়ে দিয়েছি, যতো বড় ক্ষমতাবানই হোক না কেন দুদকের মামলায় তাদেরকে সাজা ভোগ করতে হয়েছে। অন্যান্য ক্ষমতাবানরাও কেউ ছাড় পাবে না।

'দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন' শ্লোগনকে ধারণ করে বরিশালের গৌরনদীতে মঙ্গলবার সকালে দুদকের ৮৩তম গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্নীতিবাজ সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে হুঁশিয়ারী উচ্চারণ করে তিনি বলেন, দুর্নীতি করবেন চাকরী হারাবেন, জেলে যাবেন। তাই একমাস সময় দেয়া হলো ভালো হয়ে যান। নতুবা রেহাই পাবেন না।

কমিশনার আরও বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারলে এদেশ সত্যি সত্যি সোনার বাংলাদেশ হবে। তাই দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে সাম্প্রতিককালের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে কমিশনার বলেন, এরজন্য কতিপয় অভিভাবকরা দায়ী। তারা তাদের সন্তানদের ফাঁস হওয়া প্রশ্নপত্রের ব্যাপারে উৎসাহি করে থাকেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ